আর্কাইভ থেকে ক্রিকেট

লঙ্কান লিগে খেলার অনুমতি পেলেন না তাসকিন

লঙ্কান লিগে খেলার অনুমতি পেলেন না তাসকিন
শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার ডাক পেয়েছিলেন টাইগার পেসার তাসকিন আমমেদ। তবে ডাক পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মেলেনি ছাড়পত্র। বুধবার (২৬ জুলাই) বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বোর্ডের সেই কর্তা জানিয়েছেন, ‘তাসকিন টানা খেলার ভেতর আছে। সামনে আমাদের দুটো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। সেগুলোর জন্য ওকে নিয়ে আমরা রিস্কে যেতে চাচ্ছি না। আর পেসারদের তো সবসময় ইনজুরির একটা শঙ্কা থাকেই।’ তিনি আরও বলেন, ‘ওকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যে কারণে আমরা এই মুহূর্তে ওকে এনওসি দেয়ার পক্ষপাতী না।’ তবে আসরটিতে খেলতে না পারায় তাসকিনকে ক্ষতিপূরণ দেবে বিসিবি। দেশের একটি জাতীয় দৈনিককে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে এ তথ্যটিও। লঙ্কান লিগে খেললে তাসকিন প্রায় ৭০ লাখ টাকার মতো পেতেন বলে জানা গেছে। বিসিবি তাকে কত টাকা ক্ষতিপূরণ দেবে তা জানা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন লঙ্কান | লিগে | খেলার | অনুমতি | পেলেন | তাসকিন