বাংলাদেশ লেগ স্পিনার দল পেয়েছেন জিম-আফ্রো টি-১০ লিগে। ড্রাফটের আগেই তাকে দলে টেনেছে হারারে বোল্টস। এবার এই টি-১০ লিগটির দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে।
রবিবার (৮ আগস্ট) অনুষ্ঠিত হবে জিম-আফ্রো টি-১০ লিগের ড্রাফট। এরমধ্যে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) দল পেয়েছেন রিশাদ।
বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেন রিশাদ। দলের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেন তিনি।
জিম-আফ্রো লিগের নিয়ম অনুযায়ী ড্রাফটের আগে খেলোয়াড় দলে নেয়ার নিয়ম আছে। যেখানে আইকন ও গ্লোবাল সুপারস্টার ক্যাটাগরি রাখা হয়েছে। যেখানে রিশাদের দল হারারে নিউজিল্যান্ডের জিমি নিশাম’কে আইকন ও শ্রীলঙ্কার দাসুন শানাকাকে গ্লোবাল সুপারস্টার হিসেবে দলে টেনেছে।
জিম-আফ্রো টি-১০ লিগের এবারের আসরে ডেভিড ওয়ার্নার, কার্লোস ব্রাফেট, ক্রিস লিনরা খেলবেন। গতবারের তুলনায় এবারের নামগুলো তারকাসমৃদ্ধ।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
এম এইচ//