অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে আবারও ডাক পেয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস। এই দলে দ্বিতীয়বারের মতো ডাক পেলেন রিশাদ।
বৃহস্পতিবার (১৯ জুন) মেলবোর্নের এনইপি স্টুডিওতে ড্রাফটের ১৩ নম্বরে ডাকে তাকে দলে নেয় হোবার্ট।
সর্বশেষ বিগ ব্যাশ লিগে রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ দল তখন ব্যস্ত ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে রিশাদকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি। সেবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল হোবার্ট।
বিগ ব্যাশের ড্রাফটে মোট ১১ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল। তারা হলেন; মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়। এরমধ্যে একমাত্র রিশাদই দল পেয়েছেন।
এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কেবল সাকিব আল হাসান বিগ ব্যাশ লিগে খেলেছেন।
এমএইচ//