দেশজুড়ে

আ. লীগের ঝটিকা মিছিলের পর ‘ডেভিল হান্ট’ অভিযান, গ্রেপ্তার ৫৭

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। এর পরপরই জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় পুলিশের বিশেষ অভিযান—‘অপারেশন ডেভিল হান্ট’। এ অভিযানে ৫৭ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা।

বুধবার (১৮ জুন) বিকেল থেকে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর পর্যন্ত চলা এই অভিযানের বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নাশকতা ও জনশৃঙ্খলা বিঘ্নের আশঙ্কায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আটককৃত ব্যক্তিদের মধ্যে আছেন রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল, রাজারকুল ইউনিয়নের শফিকুল ইসলাম, চাকমারকুলের দেলোয়ার হোসেন, ফতেখারকুলের শাহ আলম, খুনিয়াপালংয়ের আবু তাহের টুনু, উখিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন, উখিয়া আওয়ামী লীগের এম মনজুর, সিরাজুল বশর, দানু মিয়া চৌধুরী, চকরিয়া যুবলীগের অহিদুজ্জামান অহিদ, পেকুয়ার হাসান আল বশির, মাদু মেম্বার, মোস্তাক মিয়া, মহেশখালীর সাদ্দাম হোসেন, কুতুবদিয়ার গিয়াস উদ্দিন, লেমশীখালীর শ্রমিক লীগ নেতা নুরুল আমিনসহ মোট ৫৭ জন।

ঘটনা সূত্রে জানা গেছে, গতকাল ১৮ জুন সকাল ৮টার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি জাফর আলমকে। আদালত তার বিরুদ্ধে দায়ের হওয়া সাতটি মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এরপরই চকরিয়ার মগবাজার এলাকায় ঝটিকা মিছিল বের হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করেন, জাফর আলমকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।

এই মিছিলের নেতৃত্বে ছিলেন জামাল উদ্দিন জয়নাল, তৌহিদুল ইসলাম ও এনামুল হক নামের স্থানীয় নেতারা।

কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন জানিয়েছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান থাকবে এবং কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #ডেভিল হান্ট #আওয়ামী লীগ