জাতীয়

৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত : সংস্কৃতি উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

৫ আগস্টকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে এবং ওই দিনটি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফারুকী বলেন, আগামী ১ জুলাই থেকে শুরু হবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এক বিশেষ কর্মসূচি, যা ৫ আগস্ট পর্যন্ত চলবে।  তবে মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই থেকে।

তিনি বলেন, আমরা জাতীয় ঐক্য এবং আন্দোলনের সফলতার উদযাপন করতে চাই। আর তা যেন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ হয়ে থাকে। 

এছাড়া আগামী রোববার উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।  যেখানে ৫ আগস্টকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ফারুকী আরও জানান, রেডিও বাংলাদেশ বেতার এবং বিটিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে।  এই বিষয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার দায়িত্ব পালন করবেন। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মোস্তফা সরয়ার ফারুকী #৫ আগস্ট #ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস