আর্কাইভ থেকে দুর্ঘটনা

চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়লো গাছ, আহত ৪

চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়লো গাছ, আহত ৪
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুটি চলন্ত গাড়ি এবং একটি যাত্রীবাহী রিকশার ওপর ভেঙে পড়েছে বিশাল আকারের কৃঞ্চচূড়া গাছ। এতে পাঁচজন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা হলেন, স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা খন্দকার আসিফ মোস্তফা (৩০), নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ক্যাশিয়ার জিএম তাবির সিদ্দিকী (৩০), বেসরকারি চাকরিজীবী মনির হোসেন (৩০), রিকশাচালক বাদশা মিয়া (৪৫ ), ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রাইভেটকার চালক উত্তম কুমার (২৮)। আহতদের মধ্যে উত্তম ছাড়া বাকিরা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন। মঙ্গলবার (১ আগস্ট) বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে গাড়িটি উদ্ধারের চেষ্টা করছেন। এই ঘটনায় গাছের নিচে পড়া একটি গাড়ি গণপূর্ত মন্ত্রণালয়ের বলে জানা গেছে। সেই গাড়ির চালক এবং পাশে থাকা আরেকজন আহত হয়েছেন। এছাড়া রিকশা চালক ও যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী আবু সাঈদ নিশান গণমাধ্যমে জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও একটি প্রাইভেট কার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের নিচে পড়ে রিকশার ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ভেঙে পড়া বৃহদাকার কৃষ্ণচূড়া গাছটি কেন্দ্রীয় শহীদ মিনারের। বৃষ্টিতে গোড়া নরম হওয়ায় গাছটি ভেঙে পড়েছে বলে ধারণা স্থানীয়দের। এদিকে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করেছেন। ওই রাস্তায় গাড়ির জ্যাম লেগে আছে। ফায়ার সার্ভিস গাড়িটি উদ্ধার করে দ্রুততম সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। পুলিশও তাদের সহযোগিতা করছে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন চলন্ত | গাড়ির | ওপর | ভেঙে | পড়লো | গাছ | আহত | ৪