আর্কাইভ থেকে বাংলাদেশ

ভাড়া নিয়ে শিক্ষার্থীকে মারধর, আটক তিন বাস

ভাড়া নিয়ে শিক্ষার্থীকে মারধর, আটক তিন বাস

অতিরিক্ত ভাড়া আদায় করা নিয়ে বাসের হেলপারের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে  রাজধানীর ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের তিনটি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

আটকের পর একটি বাস নায়েমের গলিতে অন্য দুটি কলেজের সামনের তেলের পাম্পে রাখেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাস আটক করে সেখানেই অবস্থান করছেন।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় মিরপুর রোড থেকে বাস তিনটি আটক করে একটি বাস নায়েমের গলিতে ও দুইটি কলেজের সামনের তেলের পাম্পে রাখেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম শিমুল শিকারি। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে রাজধানীর শ্যামলী এলাকায় তাকে মারধর করেন মৌমিতা বাসের হেলপার। তিনি মাথায়, গলা ও পায়ে আঘাত পান। 

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ভাড়া | নিয়ে | শিক্ষার্থীকে | মারধর | আটক | তিন | বাস