আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, তার কন্যা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি : কাদের

বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, তার কন্যা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি : কাদের
গেলো ৪৮ বছরে বাংলাদেশে সবচেয়ে বড় অর্জন শেখ হাসিনা। তিনিই আমাদের সবচেয়ে বড় অর্জন। বাংলাদেশে দুই লোগান্সি হলো বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন, তার কন্যা শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। তাদের কোনো দিন মৃত্যু হবে না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার (২ সেপ্টেম্বর) আগারগাঁও পুরাতন বাণিজ্যমেলার মাঠে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর শুধু সহধর্মিণী ছিলেন না, তিনি ছিলেন সহযোদ্ধা। তারই মতোই শেখা হাসিনার সকল কিছুতে পাশে আশে আছেন শেখ রেহানা। আজকের সমাবেশে মানুষ আর মানুষ। এই সমাবেশ হয়ে গেছে, মহাসমাবেশ ,হয়ে গেছে মহাসমুদ্র। গতকাল ছাত্র সমাবেশ দেখে এতো ছাত্র-ছাত্রীদের দেখে ষড়যন্ত্র কারী থমকে গেছো। বিএনপির নেতারা কাপুরুষ এমন মন্তব্য করে তিনি বলেন, ,বিএনপি নেতারা সভা ডেকে ঘর থেকে বিাহিরে পুলিশ আছে কিনা। বিএনপির নেতারা কাপুরুষ। এক কাপুরুষ হলো তারেক। এই চোরকে, এ লুটপাট কারীকে বাংলাদেশের মানুষ মানেই না। এই কাপুরুষ রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে গিয়েছে। চোর, লুটপাটকারীকে চোরা তারেক, তারেক রহমান, ষড়যন্ত্রকারীকে বাংলাদেশের মানুষ কোনো দিনই মানেনি মানবে না। তিনি আরও বলেন, খেলা হবে, ডিসেম্বর ফাইনালে খেলা। খেলতে হবে, খেলতে পারবেন তো, পারবেন। বিএনপির হাতে কালো পতাকা, শোকের মিছিল। আর আওয়ামী লীগের হাতে বঙ্গবন্ধু লাল সবুজের সোনালী পতাকা। ওবায়দুল কাদের বলেন, ভিসা নীতি এসে যাচ্ছে, এই নিয়ে বিএনপির নেতাদের মধ্যে উচ্ছাস দেখা গেছে। ভিসা নীতিতো বিএনপির বিরুদ্ধে আসা উচিত। আওয়ামী লীগ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে চায়। নির্বাচনের আগে ব্যালেট পাওয়া যায় না এমন নির্বাচন আমরা চাইনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নৌকা আবারো জিতবে। আওয়ামী লীগ ঐকবদ্ধ থাকলে কোনো শক্তি নৌকাকে হারাতে পারবে না, শেখ হাসিনাকে হারাতে পারবে না। এক্সপ্রেসওয়ের উদ্বোধন করে সুধী সমাবেশে প্রধান অতিথির যোগদেন আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী সভাপতি শেখ হাসিনা।এছাড়া সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বক্তব্য দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বঙ্গবন্ধু | দিয়েছেন | স্বাধীনতা | কন্যা | দিয়েছেন | অর্থনৈতিক | মুক্তি | | কাদের