আর্কাইভ থেকে এশিয়া

খামার থেকে পালিয়েছে কয়েক ডজন কুমির

খামার থেকে পালিয়েছে কয়েক ডজন কুমির
টাইফুন হাইকুই’র প্রভাবে প্রবল বর্ষণ ও বন্যায় দক্ষিণ চীনের একটি প্রজনন খামার থেকে পালিয়ে গেছে কয়েক ডজন কুমির। বুধবার (১৩ সেপ্টেম্বর) আর্ন্তজাতিক সংবাদ সংস্থা বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়াংডং প্রদেশের মাওমিংয়ে একটি লেক উপচে প্রায় ৭৫টি কুমির পালিয়ে গেছে। তবে এর মধ্যে কয়েকটি কুমির উদ্ধার করা সম্ভব হলেও স্থানীয়রা ‘নিরাপত্তার কারণে’ অনেকগুলো কুমিরকে গুলি করে বা বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে বলা হয়েছে, সরীসৃপ প্রজাতির এ প্রাণীটির মাত্র ৮টি উদ্ধার করা সম্ভব হয়েছে। নিরাপত্তার জন্য ওই এলাকার বাসিন্দাদের ঘরের মধ্যে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে। চীন, হংকং, তাইওয়ান এবং জাপানে প্রভাব বিস্তার করা টাইফুন হাইকুই এক সপ্তাহেরও বেশি সময় ধরে দক্ষিণ এশিয়াজুড়ে তাণ্ডব চালাচ্ছে। ঝড়ের প্রভাবে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশের গুয়াংশির বিভিন্ন এলাকায় শতাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৭ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩ জন। মাওমিংয়ের জরুরি ব্যবস্থাপনার ব্যুরো জানিয়েছে, বন্যার পর ৬৯টি প্রাপ্তবয়স্কসহ মোট ৭৫টি কুমির খামার থেকে পালিয়ে গেছে। নিখোঁজ কুমিরগুলো খুঁজে পেতে সোনার সরঞ্জাম ব্যবহার করছে জরুরি সেবা কর্তৃপক্ষ। আট দিন আগে চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছিল দক্ষিণ চীন সাগরে সৃষ্ট টাইফুন হাইকুই। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে গেলেও পুরোপুরি বিদায় নেয়নি হাইকুই, বরং পরিণত হয়েছে মৌসুমি ঝড়-বৃষ্টিত। গুয়াংশির বেশিরভাগ শহর ও গ্রামে গেলো আটদিন ধরে ঝড়-বৃষ্টি হচ্ছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন খামার | পালিয়েছে | কয়েক | ডজন | কুমির