আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, যে পাবে যতো টাকা

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, যে পাবে যতো টাকা
আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল শিরোপা জিতলে কতো টাকা পাবে সেই প্রাইজমানি প্রকাশ করলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শুরু চ্যাম্পিয়ন দল নয় অংশগ্রহণকারী বাকি দলগুলোও ভালো অঙ্কের প্রাইজমানি পাবে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) আসন্ন ভারত বিশ্বকাপকে সামনে রেখে বিশাল প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। এবার চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার বা প্রায় ৪৪ কোটি টাকা। এছাড়া রানারআপ দলের পকেটে যাবে ২ লাখ ডলার বা প্রায় ২২ কোটি টাকা। সব মিলিয়ে টুর্নামেন্টের মোট ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১০১ কোটি টাকা থাকছে বিশ্বকাপের প্রাইজমানি। রাউন্ড রবিন লিগে একেকটি জয়ের জন্যই দলগুলো পাবে ৪০ হাজার ডলার বা প্রায় ৪৪ লাখ টাকা করে। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ৬টি দল ঘরে ফিরবে আরও ১ লাখ ডলার বা ১ কোটি টাকা নিয়ে। মোট প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার, যার ৬ মিলিয়ন ডলারই বরাদ্দ থাকছে দুই ফাইনালিস্টের জন্য। চ্যাম্পিয়ন দলের অর্ধেক পাবে রানারআপ দল, অর্থাৎ ২ মিলিয়ন ডলার বা প্রায় ২২ কোটি টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে। বিশ্বকাপের প্রাইজমানি : চ্যাম্পিয়ন দল - ৪০ লাখ ডলার রানারআপ দল - ২০ লাখ ডলার সেমিফাইনালে হেরে যাওয়া দল - ৮ লাখ ডলার করে সেমিফাইনালে উঠতে না পারা দল - ১ লাখ ডলার করে গ্রুপ স্টেজে প্রতিটি ম্যাচ জয়ের জন্য - ৪০ হাজার ডলার করে  

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপের | প্রাইজমানি | ঘোষণা | পাবে | যতো | টাকা