আর্কাইভ থেকে আওয়ামী লীগ

এবার অস্তিত্বের প্রশ্ন, আক্রমণ করলে পাল্টা আক্রমণ : কাদের  

এবার অস্তিত্বের প্রশ্ন, আক্রমণ করলে পাল্টা আক্রমণ : কাদের  
আক্রমণ করবো না। এ পর্যন্ত করি নাই। আমরা আক্রমণে ছিলাম না। করি নাই। এবার সতর্ক পাহারায় আছি। আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে। কোনো ছাড় দেয়া হবে না। কেন ছাড়বো? অপশক্তিকে রুখতে হবে একসঙ্গে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দেুল কাদের। বুধবার (২৫ অক্টোবর) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাদের বলেন এবার অস্তিত্বের প্রশ্ন, ২৭ তারিখ থেকে নির্ঘুম রাত কাটাতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের। বিএনপি ঢাকার অলিগলি থেকেও পালোনোর পথ পাবে না। বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন- অনুমতি না দিলে অলিগলি দখল করবেন। অলিগলি দখল করলে নাকি সব দরজা খুলে যাবে গয়েশ্বর বাবুকে স্বাগত জানাতে। মনে নাই, আপনি কোরাল মাছের ঝোল খেয়ে আসছেন! এবার আপনার কপাল খারাপ। আমরা আটঘাট বেঁধে নেমেছি। অলিগলিতেও পালাবার পথ পাবেন না। তিনি বলেন, নরম কথায় বিশ্বাস করবেন না। বিএনপির মুখে মধু অন্তরে বিষ। এরা বিশ্বাসঘাতক। এই দলকে বিশ্বাস করা যায় না। প্রয়োজনে সতর্ক পাহারা থাকতে হবে। আওয়ামী লীগের এই নেতা বলেন, অপশক্তি থেকে আমাদের দেশকে মুক্ত করার আন্দোলন। শেখ হাসিনার নেতৃত্বে চেতনায় মননে বাংলাদেশের জনগণ শপথ নিয়েছে। তারা অপশক্তি ও অপরাজনীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে। ওবায়দুল কাদের বলেন, একদিন-দুদিনের জন্য, তাদের সম্পূর্ণরূপে মোকাবিলা করে সুসংহত বিজয় চাই। দুর্নীতিবাজ সাম্প্রদায়িক অপশক্তির অস্তিত্ব বাংলার মাটি থেকে মুছে ফেলতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | অস্তিত্বের | প্রশ্ন | আক্রমণ | পাল্টা | আক্রমণ | | কাদের |