আর্কাইভ থেকে ক্রিকেট

দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন টাইগার অধিনায়ক

দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন টাইগার অধিনায়ক
চলতি বিশ্বকাপে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না টাইগার অধিনায়কের। বল হাতে উইকেট থাকলেও প্রভাব ফেলতে পারছেন না ম্যাচ প্রেক্ষাপটে। তাই নিজেকে ফিরে পেতেই বিশ্বকাপ রেখে মাঝপথেই দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। জানা গেছে নিজের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে ব্যাটিং ঝালিয়ে নিতেই ঢাকা আগমন তার। মিরপুরে সেই লক্ষ্যে বুধবার (২৫ অক্টোবর) অনুশীলন করেছেন সাকিব। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মিরপুরে কোচ নাজমুল আবেদিন ফাহিমের অধীনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সকাল ৯টা ১০ মিনিটে মিরপুরে এসেছেন সাকিব। এরপর ইনডোরে অনুশীলন শুরু করেন তিনি। এর আগে গতকাল বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় ফেরেন সাকিব আল হাসান। এরপর দুপুরেই হাজির হন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। সেখানে বিকেএসপির প্রশিক্ষক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করেন সাকিব। বিশ্বকাপের মাঝেই দলকে ভারতে রেখে সাকিবের দেশে দেখেই তার সমালোচনা করছে সমর্থকরা। এই নিয়ে কম জলঘোলা হয়নি গতকাল। [caption id="attachment_64757" align="alignnone" width="1024"]
সাকিব আল হাসান
সাকিব আল হাসান
সাকিব[/caption] বুধবার কোনপ্রকার আভাস না দিয়েই দেশে এসেছিলেন সাকিব আল হাসান। বিমানবন্দরেও তার উপস্থিতি টের পাননি কেউই। দুপুরে মিরপুরের ইনডোরে অনুশীলন শুরু করলে ধীরে ধীরে গণমাধ্যমের সামনে আসতে থাকে সেসব খবর। পরবর্তীতে জানা যায়, শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছেই ছুটে এসেছেন টাইগার কাপ্তান। অনুশীলনে টেকনিক্যাল বা কি সমস্যা নিয়ে কাজ হলো সেটা খোলাসা করতে চাননি ফাহিম । তবে সাকিবের কাছ থেকে ভালো কিছুর আশা তিনি করছেন, 'আজকে শুধু ব্যাটিং নিয়েই কাজ হয়েছে। সামনের দুই দিনে বোলিংয়ের কাজও হতে পারে। আজকে অনুশীলনের পর ওকে বেশ ভালো দেখাচ্ছে। তবে কতটা কাজ হলো, সেটা তো ম্যাচে বোঝা যাবে। ম্যাচে ভালো করলে তবেই না কার্যকারিতা ফুটে উঠবে। আশা করি, সাকিব ভালো করবে ও দলকে জেতাবে।' জানা গেছে, আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এর পরদিনই ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।  

এ সম্পর্কিত আরও পড়ুন দ্বিতীয় | দিনের | মতো | অনুশীলন | করেছেন | টাইগার | অধিনায়ক