আর্কাইভ থেকে জাতীয়

বিমানে বসে বাংলা সিনেমা দেখি : প্রধানমন্ত্রী

বিমানে বসে বাংলা সিনেমা দেখি : প্রধানমন্ত্রী
সরকারপ্রধান হিসেবে হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ হয় না। যখন বিমানে চড়ি তখন বিমানে বসে বাংলা সিনেমা দেখি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশে অপসংস্কৃতির যাত্রা শুরু হয়েছিল। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে চলচ্চিত্র শিল্পকে উন্নত করার নানা পদক্ষেপ গ্রহণ করে। প্রধানমন্ত্রী বলেন, আমরা বাঙালি, আমাদের ভেতর যে সৃষ্টিশীলতা রয়েছে, তা যেন সবাই ভুলেই গিয়েছিল তখন। একটি দেশের সমাজকে সচেতন করতে পারে চলচ্চিত্র। সিনেমা যেমন আনন্দ দেয়, তেমনি ইতিহাসও ধারণ করে রাখে। তিনি বলেন, একসময় আমাদের অনেক সিনেমা হল ছিল। মানুষের বিনোদনের সুযোগ ছিল। ধীরে ধীরে সেসব বন্ধ হয়ে গেলে সিনেমা মালিকদের সাথে আমরা বসি। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ব্যাপারেও আমরা গুরুত্ব দিই। সিনেমা হলগুলোকে উন্নত করার প্রচেষ্টায় আমরা বাংলাদেশ ব্যাংকের আওতায় এক হাজার কোটি টাকার একটা পূর্ণ অর্থায়ন তহবিলও গঠন করে দিই। শেখ হাসিনা বলেন, আমরা চাই না সিনেমার পাইরেসি হোক, অশ্লীল সিনেমা তৈরি হোক। আমাদের অনেক পুরাতন সিনেমা আছে যেগুলোর ইতিহাস অনেক সমৃদ্ধ। আমরা ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ করে দিয়েছি। এর মাধ্যমে পুরাতন সিনেমাগুলো পুনরুদ্ধার করে ডিজিটাল পদ্ধিতেতে এখন মানুষকে দেখানোর সুযোগ এসেছে। এগুলো দেখলে মানুষ অনেক তথ্য জানতে পারবে। অনুষ্ঠানে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন বিমানে | বসে | বাংলা | সিনেমা | দেখি | | প্রধানমন্ত্রী