বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত চলচ্চিত্র ‘টাইগার থ্রি’ মুক্তি পেয়েছে। বলিউডের ‘ভাইজান’খ্যাত সালমান খান ছবি মুক্তির জন্য সাধারণত ঈদের দিন বেছে নেন। তবে এবারই প্রথম ওই প্রথা ভেঙে দীপাবলির দিন মুক্তি পায় তার ‘টাইগার থ্রি’। এমনিতেই দীপাবলির দিন এই ছবি মুক্তি পাওয়ায় দেশের বিভিন্ন হলের অন্দরে রীতিমতো উদ্যাপনে মেতেছিলেন সালমন-অনুরাগীরা।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মুক্তি পাওয়ার দ্বিতীয় দিনে এক ধাক্কায় টাইগার থ্রি’র আয় বেড়েছে প্রায় ১৫ কোটি রুপী। দ্বিতীয় দিনে এই ছবির মোট আয় ৫৭.৫০ কোটি। এই মুহূর্তে বলিউড গা ভাসিয়েছে ১০০০ কোটির ‘ট্রেন্ডে’। এই দৌড়ে ‘টাইগার ৩’ ১০০০ কোটির ঘরে পৌঁছতে পারবে কি?
মুক্তির প্রথম দিন সালমান-ক্যাটরিনা অভিনীত সিনেমাটি ভারতজুড়ে আয় করেছে ৪৪ দশমিক ৫০ কোটি রুপি আর দ্বিতীয় দিনে সব ভাষা মিলিয়ে ৫৭.৫০ কোটি। সব মিলিয়ে দুই দিনে ছবির আয় হয়েছে ১০২ কোটি।
যদিও শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’ অনেকটাই এগিয়ে রয়েছে ‘টাইগার ৩’-এর তুলনায়। যশরাজ ফিল্মস-এর ‘স্পাই ইউনিভার্স’-এর এই চলচ্চিত্রটি সারা দেশে প্রায় পাঁচ হাজার সিনেমা হলে মু্ক্তি পেয়েছে।আয়ের দিক দিয়ে মাত্র দুইদিনে ১০০ কোটি রুপীর ক্লাবে প্রবেশ করায় এই সিনেমাটি সালমান খানের ক্যারিয়ারে সবচেয়ে বড় ওপেনার-এর খেতাব জিতে নিয়েছে। ‘টাইগার ৩’ যেন তাঁর দীপাবলির সব থেকে বড় উপহার।
এর আগে সালমান খানের ‘ভারত’ প্রথম দিন আয় করেছিল ৪২.৩০ কোটি। ‘প্রেম রতন ধন পায়ো’র প্রথম দিনের আয় ছিল ৪০.৩৫ কোটি রুপি।‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’। ২০১২ সালে প্রথম মুক্তি পায় ‘এক থা টাইগার’। এরপর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’।
বিদেশের মাটিতেও প্রথম দিনে দুর্দান্ত ব্যবসা করেছে এ সিনেমা। নিঃসন্দেহে, দীপাবলির আবহ থাকা সত্ত্বেও বেশ ভালো ব্যবসা করেছে সালমান খানের এ সিনেমা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন,টাইগার থ্রি’র এই আয়ের গতি অব্যাহত থাকলে এক হাজার কোটির ক্লাবে যেতে পারবে অনায়াসে।
মনীশ শর্মা পরিচালিত স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার থ্রি’ সিনেমায় সালমান খান ও ক্যাটরিনা কাইফ ছাড়াও আরও অভিনয় করেছেন ইমরান হাশমি,ঋদ্ধি ডোগরা, ভারিন্দর সিং ঘুরান, তামিল ও মালয়ালম চলচ্চিত্রের অভিনেত্রী রেবতীসহ অনেকে। এছাড়া ক্যামিও উপস্থিতি রয়েছে শাহরুখ খান ও ঋতিক রোশনের। সিনেমাটি হিন্দি,তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে।