ইসরাইলের তিনটি এফ ৩৫ যুদ্ধ বিমান ভূপাতিত এবং দুইজন পাইলটকে আটকের দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
শনিবার (১৪ জুন) ইরানের সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তেহরান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, গেল শুক্রবার ইরানে ইসরাইলের আগ্রাসন শুরুর পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা তিনটি এফ ৩৫ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান। সর্বশেষ ভূপাতিত করা বিমানটির পাইলটকে ইরানের পশ্চিমাঞ্চল থেকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী।
তেহরান টাইমস জানায়, তিন যুদ্ধবিমানের পাইলটদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। অন্য দুজন ইরানের হেফাজতে রয়েছে।
এদিকে ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
প্রসঙ্গত, ইসরায়েল গতকাল শুক্রবার ভোরে ইরানে হামলা চালায়। এর জবাবে আজ শনিবার ইরানও ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
আই/এ