দেশজুড়ে

৪ ভারতীয়সহ ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেদিয়াগছ সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিকসহ ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৪ জুন) ভোরে সদর উপজেলার ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রিপাড়া ও তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করা হয়েছে। এর মধ্যে ১২ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিক।  

বিজিবির টহল দল স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে মিস্ত্রি পাড়া ও পেদিয়াগছ ক্যাম্পে নিয়ে যায়। আটককৃত ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন মহিলা এবং ৪ জন শিশু। এরা খুলনা, মেহেরপুর, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা।

শনিবার দুপুরে তাদের সদর ও তেতুঁলিয়া থানায় জিডি মূলে হস্তান্তর করে বিজিবি। আটককৃতরা সদর উপজেলায় আটক হওয়া ৭ বাংলাদেশি হলেন, খুলনা সিটি কর্পোরেশনের ফতেবাজার মুধূপুুর এলাকার আয়েশা শেখ (৩৯), তার ছেলে নিশান শেখ (২২) ও মিরাজুল শেখ (২০), নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের শুক্তক গ্রামের নিলুফা আক্তার (৩৭), তার মেয়ে মরিয়ম বেগম (৮), মেয়ে রোহান শেখ (৩) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার আক্তার মোল্লার ছেলে আবু তালেব (২১)।

তাদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের হেফাজতে থানা পুলিশ ও গ্রাম পুলিশের পাহাড়ায় রাখা হয়েছে।

এছাড়া, তেতুঁলিয়া উপজেলার পেদিয়াগছে আটক ৫ বাংলাদেশিকে তেতুঁলিয়া ডাকবাংলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পুলিশি পাহাড়ায় রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তরের কথা রয়েছে।

আটককৃতরা হলেন, নড়াইল জেলার সদর উপজেলার বিরগ্রাম এলাকার ইশ্বর গোপাল চন্দ্র বিশ্বাসের মেয়ে বন্দনা রানী বিশ্বাস (৩৭), যশোর জেলার অভয়নগর উপজেলার শ্যামনগর এলাকার তরিকুল শেখ (৪২), শারশা উপজেলার বড় কলোনি এলাকার কোরবান আলী গাজী (৩৩), তার স্ত্রী নাজমা বেগম (২৭), কোরবানের বোন ফারজানা মারফত আলী গাজী (২৩)।

অপরদিকে, আটক হওয়া ৪ জন হলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার বালিহাটি এলাকার আজিজুল আলী  (৩১), তার স্ত্রী আজমিরা খাতুন (২৫), তার মেয়ে ফতেমা খাতুন (৭) ও ছেলে ইরানুর আলী  (৪)।

তেতুঁলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন বলেন, পুশইন হওয়া ৫ বাংলাদেশিকে জিডিমূলে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের তেতুঁলিয়া ডাকবাংলোতে রাখা হয়েছে। পুলিশ বাড়ি পাহারা দিচ্ছে। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের হস্তান্তর করা হবে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড় #পুশইন #বিজিবি #বিএসএফ