আগামী ১৬ জুন (সোমবার) থেকে দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৪ জুন) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলামের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ১৬ জুন সকাল ১০ টা থেকে চট্রগাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
এছাড়া অতি ভারী বর্ষণে পার্বত্য চট্রগ্রামের তিনি জেলা ও কক্সবাজারে পাহাড় ধ্বসের আশংকা রয়েছে। ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্রগ্রামে মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা হতে পারে।
আই/এ