আর্কাইভ থেকে জাতীয়

অবরোধ চলবে ঘোষণা দিয়েই ‘আত্মগোপনে’ রিজভী

অবরোধ চলবে ঘোষণা দিয়েই ‘আত্মগোপনে’ রিজভী
সরকারের পতন না হওয়া পর্যন্ত ‘গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে’ অবরোধ কর্মসূচি চলবে। ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার(২৫ নভেম্বর) সপ্তম দফা অবরোধের সমর্থনে  প্রথম দিন সকাল ৭টার দিকে মিছিল ও সমাবেশে বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এর আগে অর্ধশতাধিক নেতা-কর্মীকে সঙ্গে করে রাজধানীর বনানীতে কামাল আতার্তুক এভিনিউয়ে ঝটিকা মিছিল নিয়ে ঢাকার রাস্তায় নামেন রিজভী। মিছিল শেষে  সংক্ষিপ্ত বক্তব্যে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি আত্মগোপনে চলে যান। সমাবেশে বিএনপির  এই সিনিয়র যুগ্মমহাসচিব বলেন,‘এই অবরোধ হচ্ছে গণতন্ত্র ফেরানো অবরোধ,এই অবরোধ হচ্ছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার অবরোধ,এই অবরোধ হচ্ছে জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়ার অবরোধ।আমাদের এই কর্মসূচি হচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি।এই কর্মসূচি চলবে।’ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ‘দেউলিয়া’ হয়ে যাওয়া একটি দল  আখ্যা দিয়ে রুহুল কবির রিজভী বলেন,‘এখন ভোটে তারা (আওয়ামী লীগ) সঙ্গী খুঁজে বেড়াচ্ছে। কোথাও সঙ্গী না পেয়ে গোয়েন্দাদের দিয়ে দলছুট কিছু নেতা ভাগানোর চেষ্টা করছে। কিংস-ভুঁইফোড় পার্টি করছে… কিন্তু কোনো কিছুতে তারা হালে পানি পাচ্ছে না।’ ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে রিজভী  বলেন, ‘ভারত সরকার ও তাদের দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের বোঝা উচিত বাংলাদেশের জনগণ কেনো তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সরকারকে উলঙ্গভাবে,অন্ধভাবে সমর্থন দিয়ে তারা (ভারত) বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’ এসময় তিনি আরও বলেন,‘পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত সীমান্ত এখন বাংলাদেশ-ভারত সীমান্ত। প্রায় প্রতিদিন বিএসএফ সেখানে বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে।’ বাণিজ্যে ভারসাম্য না থাকার বিষয় উল্লেখ করে বিএনপির এই সিনিয়র যুগ্মমহাসচিব বলেন,‘তারা (ভারত) বাংলাদেশে একতরফা বাণিজ্য করলেও বাংলাদেশকে কোনো ব্যবসা করার সুযোগ দিচ্ছে না। বাংলাদেশ থেকে তারা নানা উপায়ে হাজারো কোটি টাকা রেমিট্যান্স নিয়ে যাচ্ছে।’ আসছে মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে বিএনপি ঘোষিত দেশব্যাপী ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ।রোববার সকাল ৬টায় এই কর্মসূচি শুরু হয়। প্রসঙ্গত, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৯ অক্টোবর থেকে দুই দফায় তিনদিন হরতাল এবং ৬ দফায় মোট ১৩ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি। বিএনপির এই দাবির প্রতি একাত্মতা জানিয়ে  একই কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি  সমমনা দল।

এ সম্পর্কিত আরও পড়ুন অবরোধ | চলবে | ঘোষণা | দিয়েই | আত্মগোপনে | রিজভী