আর্কাইভ থেকে জাতীয়

ঢাকার ২০ আসনের ৮টিতেই নৌকার নতুন প্রার্থী

ঢাকার ২০ আসনের ৮টিতেই নৌকার নতুন প্রার্থী
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ কেন্দ্রীয় হাইকমান্ড। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ঢাকা জেলায় আসন রয়েছে ২০টি।এর মধ্যে আটটি আসনে নৌকার কাণ্ডারি পরিবর্তন হয়েছে। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের চূড়ান্ত হওয়া নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত তালিকা ঘেটে দেখা যায়,ঢাকাসহ রাজধানীর ২০টি সংসদীয় আসনের মধ্যে আগের প্রার্থী আছেন ১১টিতে। আর বাকি ৮টি আসনে এসেছে নতুন প্রার্থী। নতুন প্রার্থীদের মধ্যে ঢাকা-৫ আসনে মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ।এই আসনের বর্তমান সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন। এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ। ঢাকা-৭ আসনে মনোনয়ন পেয়েছেন হাজী সেলিমের বড় ছেলে সুলায়মান সেলিম। আসনটির বর্তমান সংসদ সদস্য হাজী মো. সেলিম। ঢাকা-৮ আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আসনটির বর্তমান সংসদ সদস্য ওয়ার্কাস পার্টির রাশেদ খান মেনন। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফেরদৌস আহমেদ। ঢাকা-১১ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ ওয়াকিল উদ্দিন। আসনটির বর্তমান সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ। ঢাকা-১৩ আসনে মনোনয়ন পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক।আসনটির বর্তমান সংসদ সদস্য সাদেক খান। ঢাকা-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন মাইনুল হোসেন খান নিখিল। বর্তমান সংসদ সদস্য আগা খান মিন্টু। একনজরে ঢাকার ২০ আসনে নৌকা পেলেন যারা- ঢাকা-১ : সালমান ফজলুর রহমান ঢাকা-২ : কামরুল ইসলাম ঢাকা-৩ : নসরুল হামিদ ঢাকা-৪ : সানজিদা খানম ঢাকা-৫ : হারুনুর রশিদ মুন্না ঢাকা-৬ : সাঈদ খোকন ঢাকা-৭ : সোলায়মান সেলিম ঢাকা-৮ : আ ফ ম বাহাউদ্দিন নাছিম ঢাকা-৯ : সাবের হোসেন চৌধুরী ঢাকা-১০ : ফেরদৌস আহমেদ ঢাকা-১১ : মোহাম্মদ ওয়াকিল উদ্দিন ঢাকা-১২ : আসাদুজ্জামান খান কামাল ঢাকা-১৩ : জাহাঙ্গীর কবির নানক ঢাকা-১৪ : মাইনুল হোসেন খান নিখিল ঢাকা-১৫ : কামাল আহমেদ মজুমদার ঢাকা-১৬ : ইলিয়াস উদ্দিন মোল্লা ঢাকা-১৭ : মোহাম্মদ আলী আরাফাত ঢাকা-১৮ : হাবিব হাসান ঢাকা-১৯ : ডা. এনামুর রহমান ঢাকা-২০ : বেনজির আহমেদ মনোনয়ন ঘোষণার সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্যাহ, কামরুল ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকার | ২০ | আসনের | ৮টিতেই | নৌকার | নতুন | প্রার্থী