আর্কাইভ থেকে বাংলাদেশ

নৌকার মনোনয়ন পেলেন না মাহি-রুবেলসহ ৬ চিত্রতারকা

নৌকার মনোনয়ন পেলেন না মাহি-রুবেলসহ ৬ চিত্রতারকা
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৮টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এতে ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি ও সিমলাসহ ৬ চিত্রতারকা  আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি আওয়ামী লীগ। রোববার(২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে  দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিনেত্রী সিমলা: এবারের নির্বাচনে লড়তে ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন  কিনেছিলেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সামসুন্নাহার সিমলা। তবে এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই। গত ২১ নভেম্বর  আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন সিমলা। ওইসময় তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে আগে কখনো সরাসরি রাজনীতির মাঠে কাজ করা হয়নি। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তরুণদের নিয়ে কাজ করতে চান। সে কারণেই নির্বাচনে আগ্রহী হয়েছি।’ মাহিয়া মাহি: শুধু সিমলাই নন আলোচনায় থেকেও নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ঢাকাই চলচ্চিত্রের আরেক অভিনেত্রী মাহিয়া মাহি। চিত্রনায়িকা  মাহি গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। সম্প্রতি অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতির মাঠে নামেন।  গত ১৮ নভেম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে ফরম সংগ্রহ করেন তিনি। ওই সময় মাহি বলেছিলেন, তৃণমূলের মতামত নেওয়া হলে দল আমাকে মনোনয়ন দেবে, ইনশাআল্লাহ।’ তবে এবারও আওয়ামী লীগের মনোনয়ন পাননি মাহি। এই আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। সিদ্দিকুর রহমান: ছোট  পর্দার জনপ্রিয় এই অভিনেতার নৌকার মাঝি হওয়ার স্বপ্ন পূরণ হলো না। ঢাকা ১৭ আসন থেকে বর্তমান সংসদ সদস্য  মোহাম্মদ এ আরাফাতকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে, টাঙ্গাইল-১ আসনে মনোনয়ন পেয়েছেন  বর্তমান সংসদ সদস্য  ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। ছোটপর্দার নায়ক সিদ্দিকুর রহমান নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন বেশ আগেই।  অভিনয়ের পাশাপাশি নির্মাণেও দেখা গেছে তাকে। এছাড়া রাজনীতির মাঠেও বেশ সক্রিয়। এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী থাকার পরও ব্যর্থ হয়েছিলেন তিনি। চিত্রনায়ক রুবেল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। তবে এ আসন থেকে দলটির মনোনয়ন পাননি তিনি। তার জায়গায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সরদার মো. খালেদ হোসেন। গত ২০ নভেম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের নির্ধারিত বুথ থেকে ফরম সংগ্রহ করেন রুবেল। ওইসময় ঢালিউডের এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা বলেছিলেন, আমি ছাত্রজীবন থেকেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আসছি। অভিনয় জগতের অন্যদের মতো আমি নতুন করে রাজনীতিতে আসিনি। আমার শেকড়ই আওয়ামী লীগের।’ শাকিল খান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান। গত ১৮ নভেম্বর বিকেলে  আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার পরের দিন শাকিল খান গণমাধ্যমকে বলেন,‘আমি শতভাগ আশাবাদী। আমাদের প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন। আর মনোনয়ন পেলে রামপাল-মোংলা আসন থেকে আমি নির্বাচনে অংশ নিতে চাই।’ তবে শাকিলের  এই ইচ্ছে এবার পূরণ হলো না। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবীবুন নাহার। রোকেয়া প্রাচী: আসছে ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়তে নৌকার মনোনয়ন পত্র সংগ্রহ করেন অভিনয়শিল্পী, সংগঠক ও রাজনীতিবিদ রোকেয়া প্রাচী। তবে তিনিও মনোনয়ন পাননি। নৌকার মাঝি হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) সভাপতি মো.আবুল বাশার। গত ২০ নভেম্বর ফেনী-৩ আসনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেন রোকেয়া প্রাচী। পরে গণমাধ্যমকে তিনি বলেন, গণতান্ত্রিক চর্চায় মনে করি যে রাজনীতি যাঁরা সক্রিয়ভাবে করেন, তাঁদেরই নির্বাচনে আসা উচিত। যারা রাজনৈতিক কর্মী, তাদের তো স্বপ্নই থাকে সংসদে যাওয়ার। আমি আমার এলাকার জন্য আরও বেশি করে দায়িত্ব নিয়ে কিছু করতে চাই। কেউ যদি কিছুর বাস্তবায়ন করতে চায়, তাহলে অবশ্যই সংসদ সদস্য হলে সুযোগটা থাকে বেশি।’  

এ সম্পর্কিত আরও পড়ুন নৌকার | মনোনয়ন | পেলেন | মাহিরুবেলসহ | ৬ | চিত্রতারকা