আর্কাইভ থেকে জাতীয়

মন্ত্রিসভায় অনুমোদন পেলো ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন’

মন্ত্রিসভায় অনুমোদন পেলো ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন’
নাগরিকদের অনুমতি ছাড়া ফেসবুক-গুগলের মতো প্রতিষ্ঠান কোনো তথ্য দেশের বাইরে নিতে পারবে না, এমন বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন’-২০২৩ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এ আইনের অনুমোদন মন্ত্রিসভা। এর আগে গেলো তিন বছর ধরে উপাত্ত সুরক্ষা আইন করার জন্য কাজ করে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। ২০২২ সালের শুরুতে সরকার আনুষ্ঠানিকভাবে উপাত্ত সুরক্ষা আইনের প্রথম খসড়া প্রকাশ করে। তবে সে খসড়া নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী সংগঠন ও বিশেষজ্ঞরা উদ্বেগ জানান। এরপর কয়েক ধাপে খসড়ায় পরিবর্তন আনা হয়। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তরও গেলো বছর ১০ আগস্ট সরকারকে ১০টি পর্যবেক্ষণ দেয়। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও অংশীজনদের আপত্তির মুখে চলতি বছরের আগস্টে উপাত্ত সুরক্ষা আইনের আরেকটি খসড়া প্রকাশ করা হয়। যেখানে বিভিন্ন ধারা অনেকটা শিথিল করা হয়েছে। এ আইন থেকে ফৌজদারি অপরাধ পুরোপুরি বাদ দেয়া হয়েছে। সাজা হিসেবে রাখা হয়েছে জরিমানা। অবশ্য আইনের খসড়ায় কিছু ধারা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে বলে মনে করছেন অংশীজনেরা।

এ সম্পর্কিত আরও পড়ুন মন্ত্রিসভায় | অনুমোদন | পেলো | ব্যক্তিগত | উপাত্ত | সুরক্ষা | আইন