সৌদি আরবের আইন-কানুন মেনেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দার নবনিযুক্ত কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মঈনুল কবির। এসময় তিনি দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় প্রবাসীদের এগিয়ে আসারও আহবান জানান।

কনসাল জেনারেল বলেন, ‘প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সৌদিআরবের আইন শৃঙ্খলা মেনেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।’ এসময় তিনি প্রবাসীদের এনআইডি কার্ডের কার্যক্রম শুরুর কথাও উল্লেখ করেন।
কনসাল জেনারেল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার লক্ষ্যে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধ করণ, কনসুলার সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের আরো অগ্রনী ভূমিকা পালনের আহ্বান জানান।

মিয়া মোহাম্মদ মঈনুল কবির প্রবাসীদের কফিল সমস্যাসহ যেকোনো সমস্যা সমাধানে কোন প্রকার দালালের মাধ্যমে না এসে সরাসরি কনসোলেটের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করার জন্য আহ্বান জানান।
এ সময় বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ আন্দোলনে অংশগ্রহণকারী সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে গ্রেপ্তারকৃতদের আইনি সহায়তা প্রদান ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রবাসীদের সহায়তার হাত প্রসারিত করার জন্য আহ্বান জানান কনসাল জেনারেল।
মতবিনিময় সভায় কাউন্সিলর শ্রম কাজী এমদাদুল ইসলাম, রিপোর্টার্স এসোসিয়েশন সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বকুল, মোহাম্মদ ফিরোজ, সোহেল রানা, মাসুদ সেলিম, হানিছ সরকার, এ.বি.এস রাব্বি, সৈয়দ আহমেদ কাউসার, শেখ মোহাম্মদ রনি, আব্দুস সালাম, রফিক চৌধুরীসহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার জেদ্দা প্রতিনিধি ও রিপোর্টার এবং কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
এমআর//