আর্কাইভ থেকে এশিয়া

তোশাখানা দুর্নীতি মামলায় হাইকোর্টেও ইমরান খানের সাজা বহাল

তোশাখানা দুর্নীতি মামলায় হাইকোর্টেও ইমরান খানের সাজা বহাল
তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক চেয়ারম্যান ইমরান খানের সাজা বহাল রেখেছেন ইসলামাবাদ হাইকোর্ট। এ রায় স্থগিত চেয়ে আবেদন করেছিলেন ইমরান খান। প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরীর সমন্বয়ে গঠিত দুই সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। ইমরানের বিরুদ্ধে তোশাখানার মামলাটি করেছিল পাকিস্তান নির্বাচন কমিশন। মামলায় ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়। এর আগে, মামলায় আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫ বছরের জন্য অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। পাকিস্তানের আইন অনুযায়ী, প্রধানমন্ত্রী সহ, সাংবিধানিক পদে বসা প্রত্যেক ব্যক্তিকেই বিদেশি নেতাদের কাছ থেকে পাওয়া যে কোনো উপহার সরকারি কোষাগারে জমা দিতে হয়। কিন্তু অভিযোগ উঠেছে যে, ইমরান খান তার প্রাপ্ত উপহার সরকারি কোষাগারে জমা না দিয়ে বিক্রি করে অর্থ উপার্জন করেছেন। এ ঘটনার মামলাতেই ইমরান খানের সাজা বহাল রাখলো পাকিস্তানের হাইকোর্ট।

এ সম্পর্কিত আরও পড়ুন তোশাখানা | দুর্নীতি | মামলায় | হাইকোর্টেও | ইমরান | খানের | সাজা | বহাল