Connect with us

বাংলাদেশ

সাকিবের সোনা ব্যবসায় নিয়ে জানতে চায় বিএসইসি

Published

on

সাকিব আল হাসান সোনার ব্যবসায় নেমেছে তা সবারই জানা। রাশেক রহমান রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ ও বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ নামের কোম্পানি দুটির ম্যানেজিং পার্টনার তিনি। কিন্তু কমোডিটি এক্সচেঞ্জের ব্যবসা করার জন্য যথাযথ অনুমতি না নেওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি রাশেক রহমানের কাছে ব্যাখ্যা চেয়েছে। গতকাল (মঙ্গলবার) তারা জবাব দিয়েছে। 

গত ২২ এপ্রিল ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই ব্যবসা শুরুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে গোল্ড বার বিক্রির এই ব্যবসার খুঁটিনাটি তুলে ধরেন রাশেক রহমান। পাশে ছিলেন সাকিব।

এ বিষয়ে বিএসইসির কমিশনার শামসুদ্দিন আহমেদ জানান‘রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ ও বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ আমাদের চিঠির জবাব দিয়েছে। গতকাল (মঙ্গলবার) তাদের জবাব আমাদের হাতে এসেছে। তারা জানিয়েছে, তারা কমোডিটিজ বিজনেস করছে না। অর্থাৎ তারা ফিউচার কন্ট্রাক্ট বিজনেস করছে না। তারা স্পট বিজনেস করছে। মানে দাম নিয়ে সঙ্গে সঙ্গেই পণ্য দিচ্ছে। ’ 

তিনি বলেন, কমোডিটি বিজনেস করলে অবশ্যই বিএসইসি দেখবে। কারণ এ বাজার নিয়ন্ত্রক সংস্থা দ্বারা সঠিকভাবে নিয়ন্ত্রিত না হলে অনলাইন মার্কেটের মতো গ্রাহকের প্রতারিত হওয়ার সুযোগ থাকে।

তবে বিএসইসির ব্যাখ্যা তলবের পর দেশি-বিদেশি গণমাধ্যমের খবর হন সাকিব। পড়েন সমালোচনার মুখে। কারণ অভিযুক্ত প্রতিষ্ঠান দুটির উদ্যোক্তা মালিক সাকিব বলেই জানত অনেকে। এখন বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এই ব্যবসার মূল উদ্যোক্তা রাশেক রহমান। সাকিবকে সামনে রেখে এই ব্যবসা পরিচালনা করছেন তিনি।

Advertisement

হাসিব মোহাম্মদ

বাংলাদেশ

ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎহীন সিলেট, ব্যাহত মোবাইল নেটওয়ার্ক

Published

on

উপকূলে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমেল স্থল নিম্নচাপে পরিণত হয়ে এখন সিলেটে তাণ্ডব চালাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৭ মে সকাল থেকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয় সিলেটে। মঙ্গলবার দুপুর পর্যন্ত তা অব্যাহত ছিলো।

মঙ্গলবার (২৮ মে) সিলেটে প্রায় সাড়ে তিন লাখ গ্রাহক বিদ্যুৎ বিছিন্ন আছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির।

এ প্রকৌশলী জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হওয়া ঝড়ে বিদ্যুৎ সরবরাহের তার ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতের চেষ্টা চলছে। মঙ্গলবার সিলেট বিভাগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহকদের চাহিদা ছিল ১৯৫ মেগাওয়াট। এর মধ্যে বিদ্যুতের সরবরাহ ছিল মাত্র ৭৫ মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সিলেট বিভাগে গ্রাহক আছেন প্রায় সাড়ে ৭ লাখ।

স্থানীয়রা জানান, প্রবল বৃষ্টির কারণে নগরের অনেক স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ারও খবর পাওয়া গেছে। জরুরি প্রয়োজন ছাড়া তাঁরা কেউ ঘর থেকে বের হননি। তবে চাকরিজীবীদের ভোগান্তি মাথায় নিয়েই নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে হয়েছে।

অন্যদিকে স্কুল-কলেজ খোলা থাকলেও ঝড়-বৃষ্টির কারণে শিক্ষার্থীর উপস্থিতি ছিল খুবই কম। তবে পরীক্ষা থাকায় অনেক শিক্ষার্থীকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিদ্যালয়ে যেতে দেখা গেছে।

Advertisement

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

চট্টগ্রাম

সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যে জেলায়

Published

on

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গেলো ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুর জেলায়। এসময়ে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিলো ৫৭ থেকে ৭৫ কিলোমিটার। যা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ্ মো. শোয়াইব।

তিনি বলেন, সোমবার (২৭ মে) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ মে) সকাল ৬টা পর্যন্ত চাঁদপুর জেলায় ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গেলো সোমবার ভোর ৪টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয় ১২৯ মিলিমিটার। এরপরও একটানা বৃষ্টিপাত অব্যাহত ছিল।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে চাঁদপুর শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবারহ বিচ্ছিন্ন ছিল প্রায় ৩০ ঘণ্টা। মঙ্গলবার সকাল ৯টার পর থেকে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এএম/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

চট্টগ্রাম

৩৭ যাত্রী নিয়ে বাস পড়লো পুকুরে

Published

on

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে পড়েছে। তাদের মধ্যে প্রায় ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও কোনো নিহতের খবর পাওয়া যায়নি। আহতরা প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কেউ হাসপাতালে ভর্তি হয়নি। এখনো কেউ মারা যায়নি।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টার দিকে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ফকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরের রামগঞ্জগামী আল আরাফাহ পরিবহনের একটি বাস ফকির বাজারের দক্ষিণে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বুড়ির বাড়ির পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিক বাসের ডানদিক দেবে গেলে বাম পাশ দিয়ে কিছু যাত্রী তড়িঘড়ি করে বের হন। আবার ডান দিকের কয়েকজন যাত্রী গ্লাস ভেঙে পানিতে সাঁতার কেটে পাড়ে ওঠেন। বাসে ৩৭ জন যাত্রী ছিলেন।

বাসের যাত্রীরা জানান, বাসটি দ্রুত গতিতে চলায় সড়কের ভাঙ্গা স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি পুকুরে পড়ে।

ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিন্টু দত্ত গণমাধ্যমে বলেন, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। কোনো যাত্রী পুকুরে পড়ে আছে কিনা- সেটা দেখতে আমাদের জেলা পুলিশের রেকার দিয়ে পুকুরে অনুসন্ধান করা হচ্ছে। আরও অনুসন্ধানের জন্য কুমিল্লা থেকে আরেকটি রেকার আনা হচ্ছে।

Advertisement

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version