জাতীয়

আজ জাতীয় গ্রন্থাগার দিবস

আজ জাতীয় গ্রন্থাগার দিবস
‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ স্লোগানে আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) দেশব্যাপী পালিত হবে জাতীয় গ্রন্থাগার দিবস। জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসাবে পাঠাগারের ভূমিকা দৃঢ় করার লক্ষ্যে দিনটি উদযাপন করা হচ্ছে। রোববার (০৪ ফেব্রুয়ারি) গ্রন্থাগার অধিদপ্তরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে দিবসটি আয়োজনের বিস্তারিত জানান মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক। আবুবকর সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ঘোষণা করার পর থেকে প্রতিবছরই ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উদযাপিত হয়ে থাকে। সোমবার দেশব্যাপী ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪’ উদযাপিত হবে। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থাগার দিবস উদযাপন করবে গণগ্রন্থাগার অধিদপ্তর। তিনি বলেন, নানা আয়োজনের মধ্যে থাকছে সকাল ১০টায় ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান এবং রিডিং সোসাইটি গঠনে গ্রন্থাগারের ভূমিকার ওপর বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। দিবসটি উপলক্ষ্যে জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা সরকারি গণগ্রন্থাগারগুলোতে ৫ দিনব্যাপী রচনা, চিত্রাঙ্কন ও বইপাঠসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন, বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, কবি নজরুল ইন্সটিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি, বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতি, বেসরকারি গণগ্রন্থাগার সমিতি, বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পেশাজীবী, ইসলামিক ফাউন্ডেশন, ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠান একযোগে দিবসটি পালন করবে। ঢাকায় কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরুল চৌধুরী, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ড. সালমা মমতাজ এবং কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এএফএম হায়াতুল্লাহ। প্রবন্ধ পাঠ করবেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক।  

এ সম্পর্কিত আরও পড়ুন আজ | জাতীয় | গ্রন্থাগার | দিবস