ছাত্র-জনতার তীব্র আন্দোলনের চাপে পরে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্ণ হলো আজ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দুপুর ৩টায় ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এর আগে বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত সাংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমম্বয়ক সারজিস আলম। এ সময় তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক উপস্থিত ছিলেন।
সারজিস আলম বলেন, রাজধানীতে বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে নীলক্ষেত, সাইন্সল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ যাবে। এরপর বিজয় সরণি, ফার্মগেট হয়ে কাওরান বাজার, শাহবাগ হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হবে এ কর্মসূচি।
এছাড়া আজ সারাদেশের প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লা সব জায়গায় শহিদদের ছবি, বিভিন্ন শ্লোগানসহ প্ল্যাকার্ড নিয়ে শহিদী কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানান তিনি।
সারজিস বলেন, আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান, সংবিধান বা দেশের উন্নয়নে কীভাবে কাজ করা যায় সেগুলো ব্যানারে লিখে নিয়ে আসবেন।
জেডএস/