ক্রিকেট

বিপিএল শেষ বাবর-রিজওয়ানের, যেমন ছিলো পারফরম্যান্স

বিপিএল শেষ বাবর-রিজওয়ানের, যেমন ছিলো পারফরম্যান্স
বিপিএলের দশম আসর শেষ করলেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বিপিএলে দ্বিতীয় বারের মতো খেলতে এসেছিলেন বাবর। এর আগে ২০১৭ সালে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন তিনি। অবশ্য সেই বাবর তখন আজকের বাবর ছিলেন না। সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হওয়ার পর এবারই প্রথম বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া লিগটি খেললেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এবার রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন বাবর। আর রিজওয়ান খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। জাতীয় দলের ব্যস্ততায় বিপিএলের শুরুতেই যোগ দিতে পারেননি বাবর-রিজওয়ান। দুইজনই তাদের দলের এক ম্যাচ পর যোগ দেন। বিপিএলে যোগ দিয়েই নিজের প্রথম ম্যাচে রংপুরকে জিতিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। বাবরের বিপিএল যাত্রা শেষ হয়েছে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) । তবে আসর ছাড়ার সময় টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তিনি। বিপিএলে ৬ ম্যাচ খেলে বাবর করেছেন ২৫১ রান। যদিও স্ট্রাইকরেট খুব বেশি বাবরের পক্ষে কথা বলছে না। চলমান আসরে ১১৪.৬১ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন বাবর। অন্যদিকে এবারের বিপিলে মোহাম্মদ রিজওয়ান তার নামের পাশে সুবিচার করতে পারেননি। কুমিল্লার হয়ে চলতি বিপিএলে আজই শেষ ম্যাচ খেলা রিজওয়ান সবমিলিয়ে ৫ ম্যাচ খেলে করেছেন মোটে ৮৫ রান। স্ট্রাইকরেট ৮২.৫২। উল্লেখ্য, আগামী ১৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। আসটির জন্য যেসব ক্রিকেটার বোর্ডের চুক্তিতে আছেন তাদের বিপিএল খেলার জন্য অনাপত্তিপত্র দেয়া হয়েছে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন বিপিএল | শেষ | বাবররিজওয়ানের | যেমন | ছিলো | পারফরম্যান্স