শিক্ষা

চবিতে ছাত্রলীগের সংঘর্ষ : উপাচার্যকে ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীর ফোন

চবিতে ছাত্রলীগের সংঘর্ষ : উপাচার্যকে ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীর ফোন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষামন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে আগামীকাল ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা আহ্বান করতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কে এম নূর আহমদকে নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার। শনিবার (১৭ ফেব্রুয়ারি) চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষিতে উপাচার্যকে ফোনে এ অনুরোধ করেন তিনি। মন্ত্রী উপাচার্যকে সংঘর্ষের জন্য দায়ী ব্যক্তিদের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ করেছেন। এসময়ে মন্ত্রী ইতিপূর্বে যারা এই ধরনের সহিংসতায় জড়িত হয়েছে তাদের বিরুদ্ধে একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত অছাত্রদের হল ত্যাগ নিশ্চিতকরণে কঠোর ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। গেলো বুধবার থেকে টানা তিন দিন লাঠিসোঁটা, রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের হলের সামনে সংঘর্ষে জড়িয়েছে চবি শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। এতে উভয় পক্ষের অন্তত ২০ নেতা–কর্মী আহত হয়। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ৬০ জন নেতা-কর্মীকে রামদা হাতে দেখা যায়। প্রসঙ্গত, ছাত্রলীগের এ দুটি পক্ষ হলো সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)। এর মধ্যে সিএফসির নেতা-কর্মীরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সিক্সটি নাইন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন চবিতে | ছাত্রলীগের | সংঘর্ষ | | উপাচার্যকে | ব্যবস্থা | নিতে | শিক্ষামন্ত্রীর | ফোন