বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ৪ সন্ত্রাসী আটক

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ৪ সন্ত্রাসী আটক
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার পরিকল্পনার সময়  অস্ত্র ও গোলাবারুদসহ মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরকান স্যালভেশন আর্মির (আরসা) ৪ সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উখিয়ার জমতলীস্থ ১৫ নম্বর ক্যাম্পে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. আমির জাফর। ৮ এপিবিএন এর অধিনায়ক  বলেন, আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ ১৫ নম্বর ক্যাম্পে অবস্থান নিচ্ছে। এমন গোপন সংবাদে এ অভিযান চালানো হয়। এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আরসার সন্ত্রাসীরা দৌঁড়ে পালানো শুরু করে। এসময়ে ৪ জনকে আটক করা হলেও আনুমানিক ১০/১২ জন পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় এসব অস্ত্র ও গোলাবারুদ। এপিবিএন জানায়, আটক সন্ত্রাসীদের কাছ থেকে ৫ টি ওয়ান শুটারগান, ১ টি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড গুলির খোসা, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৩ টি হাতের তৈরি গ্রেনেড, ৩ টি বড় পটকা, ১ টি ওয়াকিটকি সেট, ২টি বড় ছোরা, ১টি গুলতি এবং ২ টি লোহার শিকল। আটক রোহিঙ্গা সন্ত্রাসীরা হলেন, মোহাম্মেদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)। এরা সবাই উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে এপিবিএন। প্রসঙ্গত, আটকদের বিষয়ে উখিয়া থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন রোহিঙ্গা | ক্যাম্প | আরসার | ৪ | সন্ত্রাসী | আটক