জাতীয়

অর্থনৈতিক সংকট রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনৈতিক সংকট রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়: অর্থমন্ত্রী
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে স্মার্ট হতে হবে। গবেষণার ক্ষেত্রে সরকারের তরফে সব ধরনের সহযোগিতা দেবে সরকার। এছাড়া ডলারসহ বিদ্যমান অর্থনৈতিক সংকট রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘কোয়ালিটি জার্নাল পাবলিকেশন্স অ্যাওয়ার্ড সেরেমনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিজ্ঞান ও প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এজন্য গবেষণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। গবেষণা খাতে তহবিল বরাদ্দসহ সরকারের তরফে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। সরকারের এই সহযোগিতা গ্রহণ করে বিজ্ঞান চর্চা ও প্রযুক্তিকে এগিয়ে নিতে দেশের শিক্ষাবিদ বিজ্ঞানী ও গবেষকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। উল্লেখ্য, অনুষ্ঠান শেষে জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের জন্য অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন মন্ত্রী। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন অর্থনৈতিক | সংকট | রাতারাতি | কাটিয়ে | ওঠা | সম্ভব | অর্থমন্ত্রী