বাংলাদেশ

ডিএনএ টেস্টের পরই হস্তান্তর হবে অভিশ্রুতির লাশ

ডিএনএ টেস্টের পরই হস্তান্তর হবে অভিশ্রুতির লাশ
ডিএনএ পরীক্ষার পরই হস্তান্তর করা হবে রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক অভিশ্রুতির শাস্ত্রীর মরদেহ। মরদেহটি এখনো শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মর্গের ডিপ ফ্রিজারে রয়েছে। শনিবার (২ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক আবাসিক সার্জন গণমাধ্যমকে এ কথা বলেন। এর আগে অভিশ্রুতি শাস্ত্রীর বাবা দাবি করে মরদেহ নিতে আসেন শাবলুল আলম সবুজ নামের একজন।শাবলুল আলম ও তার স্ত্রী বিউটি বেগম ইসলাম ধর্মের অনুসারী। তাদের বাড়ি কুষ্টিয়ায়।অন্যদিকে মরদেহ দেখে সহকর্মী ও পরিচিতরা দাবি করেন, নিহত তরুণীর নাম অভিশ্রুতি শাস্ত্রী। তিনি সনাতন ধর্মের অনুসারী। এতে বাধে বিপত্তি। পরে গেলো শুক্রবার (১ মার্চ) রাতে নিহতের ফিঙ্গারপ্রিন্ট মেলানোর পর ডেথ সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র মিলিয়ে অভিশ্রুতির পিতা দাবিকারী কুষ্টিয়ার শাবলুল আলম সবুজ ও তার স্ত্রী বিউটি বেগমের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু শনিবার (২ মার্চ)  সকালে তার ডিএনএ পরীক্ষার দাবি উঠে। এতে বাধে বিপত্তি। ফলে হস্তান্তর না করে জেলা প্রশাসনের কর্মকর্তারা মরদেহ মর্গে রাখার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে শনিবার ঢাকার রমনা কালীমন্দিরের সভাপতি উৎপল সাহা গণমাধ্যমকে বলেন, মন্দিরের পক্ষ থেকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা প্রশাসক বরাবর অভিশ্রুতি শাস্ত্রীর পরিচয় নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তার সমাধানে ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়েছে। এছাড়া অভিশ্রুতির আত্মীয় হারুন অর রশীদ গণমাধ্যমের সাথে কথা বলেন। অভিশ্রুতি হলেন হারুন অর রশীদের ফুফাতো বোনের মেয়ে। হারুন অর রশীদ বলেন, গতকাল রাত পর্যন্ত কথা ছিল বৃষ্টি খাতুনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে পরে পরিবারকে জানানো হয়, ডিএনএ পরীক্ষা ছাড়া লাশ হস্তান্তর করা হবে না। বৃষ্টির বাবা লাশ নেওয়ার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বসে আছেন। এই ইনস্টিটিউটের মর্গেই রাখা হয়েছে বৃষ্টির লাশ। এনএস  

এ সম্পর্কিত আরও পড়ুন ডিএনএ | টেস্টের | পরই | হস্তান্তর | হবে | অভিশ্রুতির | লাশ