আইন-বিচার

বেইলি রোডে আগুনের ঘটনায় চারজন রিমান্ডে

বেইলি রোডে আগুনের ঘটনায় চারজন রিমান্ডে
রাজধানীর বেইলি রোডে আগুনে ৪৬ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় কোজি কটেজ ভবনের ম্যানেজার,  কাচ্চি ভাইয়ের ম্যানেজার ও চা চুমুকের দুই মালিকসহ চারজনের প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২ মার্চ) তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন তাদের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, রিমান্ডকৃতরা হলেন-কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান,চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন সহ ৪৬ জন নিহত হয়েছেন। বার্ন ইনস্টিটিউটে ভর্তি পাঁচজন এখনো শংকামুক্ত নন।

এ সম্পর্কিত আরও পড়ুন বেইলি | রোডে | আগুনের | ঘটনায় | চারজন | রিমান্ডে