প্রবাস

নিউইয়র্কের সাবওয়েতে ছুরিকাঘাত, গোলাগুলি

নিউইয়র্কের সাবওয়েতে ছুরিকাঘাত, গোলাগুলি
মার্কিন যুক্তরা্ষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সাবওয়েগুলোতে নিরাপত্তা পরিস্থিতি দিন দিন আরও অবনতি হচ্ছে। প্রতিনিয়ত বেড়ে চলেছে সাবওয়ের ভেতরে হত্যাকাণ্ড, গোলাগুলি ও সাধারণ যাত্রীদের ওপর হামলার ঘটনা। গ্যালো বৃহস্পতিবার নিউইয়র্কের ব্রুকলিনের একটি সাবওয়েতে ৩২ বছর বয়সী এক নারী ৩৬ বছর বয়সী এক পুরুষ যাত্রীর পিঠে ছুরিকাঘাত করে। নিউইয়র্ক পুলিশ বোলছে, সম্ভবত পাতাল রেলের আসন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই নারী যাত্রী ৩৬ বছর বয়সী ওই পুরুষ যাত্রীকে ছুরিকাঘাত করে। পরে আহত ব্যক্তি তার কাছে থাকা বন্দুক বের করে এলোপাথারি গুলি করতে থাকেন। এসময় রে্লে থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। বৃহস্পতিবার ট্রেনের যাত্রীদের মধ্যে একজনের মোবাইল ফোনে ধারণ করা পাতাল রেলের ওই ঘটনার ভিডিও বৃহম্পতিবার প্রকাশিত হয়েছে। নিউইয়র্ক পুলিশ বোলছে, ৩৬ বছরের ওই পুরুষ ছুরিকাহত হওয়ার পর নারী যাত্রীকে বোলছেন, আপনি আমাকে ছুরি দিয়ে আঘাত করেছেন, ঠিক? পরে নিজের কাছে থাকা বন্দুক বের করে গুলি ছোড়ার আগে আবারও ওই নারীকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে ছুরি দিয়ে আঘাত করেছেন, ঠিক? উল্লেখ্য, এমটিএ পুলিশ ও সিটির ২ হাজার অতিরিক্ত পুলিশ অফিসার সাবওয়ে সিস্টেমে নিয়োগ করেও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। ফেব্রুয়ারিতে ব্রংকসে ৪ ট্রেন লাইনের একটি প্লাটফর্মে প্রকাশ্য দিবালোকে দুই দলের মধ্যে বন্দুক যুদ্ধ হয়েছে। এতে ২ জন প্লাটফর্মেই মারা যায়। এসব কারণে যাত্রীরা দিনদিন বাস ও ট্রেন ভ্রমণে বিমুখ হয়ে পড়ছে। এক তথ্যে বলা হয়েছে, সাবওয়েগুলোর শতকরা ২৫ ভাগ দখল করে রাখে হোমলেসরা। যাত্রীরা বাস ট্রেনে উঠে অস্বস্তিকর অবস্থায় পড়েন। এমনই পরিস্থিতিতে রাজ্যের গভর্নর সাবওয়েতে ৭৫০ জন ন্যাশনাল গার্ড ও ২৫০ জন স্টেট পুলিশ নিয়োগের নির্দেশ দিয়েছেন। তারপরও ছুরিকাঘাত ও গোলাগুলির মতো ঘটনা বন্ধ করা যাচ্ছে না।

এ সম্পর্কিত আরও পড়ুন নিউইয়র্কের | সাবওয়েতে | ছুরিকাঘাত | গোলাগুলি