ক্রিকেট

৩০০ রানের আগেই গুটিয়ে গেলো শ্রীলঙ্কা

৩০০ রানের আগেই গুটিয়ে গেলো শ্রীলঙ্কা
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম সেশনে মাত্র ৫৭ রানেই ৫ উইকেট হারিয়েছিলো শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়ান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।  দুজনে মিলে গড়েন ২০২ রানের জুটি।  তবে সেই জুটি ভেঙ্গে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেনি শ্রীলঙ্কা।  ২৮০ রানে হারিয়ে ফেলেছে সব কয়টি উইকেট। শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণে খুব বেশি সময় নেয়নি খালেদ। দলীয় মাত্র ৩ রানের মাথায় লংকান ওপেনার মাধুস্কাকে মিরাজের হাতে তালুবন্দি করান খালেদ। এরপরে দলীয় ৪০ রানে জাকির হাসানের হাতে কুশল মেন্ডিসকে একইভাবে তালুবন্দি করান এ পেসার।  দলীয় মাত্র এক রানের মাথায় অসাধারন এক ইনসুয়েংয়ে করুনা রত্নের স্ট্যাম্প উপড়ে ফেলেন তিনি। ফিল্ডিংয়েও দুর্দান্ত বাংলাদেশ, দলীয় ৪৭ রানে অধিনায়ক শান্তর করা থ্রোতে রান আউটে কাটা পড়েন এঞ্জেলো ম্যাথিউস। পেসার খালেদের সাথে উইকেট শিকারে যোগ দিয়েছেন আর এক গতি তারকা শরিফুল। মাত্র ৯ রান করা দীনেশ চান্দিমালকে মিরাজের হাতে তালুবন্দি করেন তিনি। সেখান থেকে দলের হাল অধিনায়ক ধনঞ্জায়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস।   দুজনে মিলে ২০২ রানের জুটি গড়ে ১০২ রান করে ফিরে যান দুজনি। শেষ দিকে প্রাবাথ জয়সুরিয়া (১), ফার্নান্দো (৯) এবং লাহিরু কুমারা শূন্য রানে রান আউট হলে ২৮০ রানে থামে লঙ্কানদের প্রথম ইনিংস। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ও নাহিদ রানা তিনটি করে উইকেট নেন। এ ছাড়াও শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন। ২৮০ রানের জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ১৭ রানেই হারিয়ে ফেলেছে ২ উইকেট।  

এ সম্পর্কিত আরও পড়ুন ৩০০ | রানের | আগেই | গুটিয়ে | গেলো | শ্রীলঙ্কা