Connect with us

বিএনপি

আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বল অবস্থায় আছে : রিজভী

Published

on

যখন একটি দখলদার অবৈধ সরকারকে পার্শ্ববর্তী দেশ যারা নিজেদেরকে গণতান্ত্রিক দেশ দাবি করে, তারা যখন প্রকাশ্যে সমর্থন করে তখন আমাদেরকে ভাবতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অনেক দুর্বল অবস্থার মধ্যে আছে, দুর্বল হয়ে গেছে। আজকে দেশের মানুষ কথা বলতে পারে না আজকে দেশের মানুষ তার যে ন্যায্য অধিকার সেই অধিকারের কথা বলতে পারে না। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ সোমবার (২৫ মার্চ) সকালে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এই অবৈধ সরকার আমাদের স্বাধীনতাকে দুর্বল করেছে নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেদের দেশের স্বাধীনতাকে বিক্রি করে দিচ্ছে। এই সরকারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

তিনি বলেন, ৭ জানুয়ারি যে ডামি নির্বাচন হয়ে গেলো পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রগুলো ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা অস্ট্রেলিয়া তারা বলেছে আমরা কোন দলের পক্ষে নয় আমরা বাংলাদেশের জনগণের পক্ষে আমরা সুষ্ঠ নির্বাচনের পক্ষে এইটাই তো বড় কথা। কিন্তু পার্শ্ববর্তী দেশ সেটি বলে না তারা বলে আমরা এই সরকারের পক্ষে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আমরা পৃথিবীর সব গণতান্ত্রিক দেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করি। কিন্তু যখন দেখি একটি দেশ, দেশের জনগণ নয়, বাংলাদেশ নয় একটি অবৈধ দখলদার সরকারকে প্রকাশ্যে সমর্থন করে তাহলে কি করে সেই দেশের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বন্ধুত্ব বজায় রাখতে পারে? কারণ তারা তো এদেশের জনগণকে এই দেশের মানুষকে কোনো মূল্যই দেয় না।

Advertisement

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, সাধারণ সম্পাদক সাদেক খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপি

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

Published

on

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ১ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মো. রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

একনজরে দেখে নিন কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া ২৬০ নেতার নাম-

 

Advertisement

 

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

বিএনপি

সরকারের নতজানু নীতির কারণেই মিয়ানমার গুলি করছে: ফখরুল

Published

on

সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে, সেখানে খাদ্য সংকট দেখা দিচ্ছে কিন্তু সরকার এখনো নীরব। সরকারের নতজানু নীতির কারণেই এমন হচ্ছে। বাংলাদশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানিয়ে ফেলেছে সরকার। মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সেন্টমার্টিন ইস্যুতে সরকারের নীরবতা দাস সুলভ মনোভাবের বহিঃপ্রকাশ।

ফখরুল বলেন, বেনজীর আজিজ ও আনারের ভয়াবহ অনিয়ম দুর্নীতির তথ্য গণমাধ্যমে উঠে আসতে শুরু করেছে। ভাইদের পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিচার দাবি করেন তিনি।

তিনি বলেন, সাবেক পুলিশ প্রধান ডাকাতের মতো সম্পদ অর্জন করেছে। বর্তমান সরকারের থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে। ডান-বাম সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে।

Advertisement

সরকার পতনের আন্দোলনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল।

টিআর/

পুরো পরতিবেদনটি পড়ুন

বিএনপি

বিএনপিতে ৩৯ নেতার পদোন্নতি

Published

on

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল ও জাতীয় নির্বাহী কমিটিতে বেশ কয়েকটি পদে পরিবর্তন আনা হয়েছে। নির্বাহী কমিটির অনেক নেতাকে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। আর দলটির কেন্দ্রীয় কমিটিতে কাউকে কাউকে পদোন্নতি এবং নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (১৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং জাতীয় নির্বাহী কমিটিতে নিম্নবর্ণিত নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এসব নেতা হলেন:

১. ড. আসাদুজ্জামান রিপন (সম্পাদক, বিশেষ দায়িত্বে) ভাইস চেয়ারম্যান

Advertisement

২. জহির উদ্দিন স্বপন (সাবেক এমপি) উপদেষ্টা

৩. ব্যারিস্টার এ এইচ এম মাহবুব উদ্দিন খোকন (যুগ্ম মহাসচিব) উপদেষ্টা

৪. এডভোকেট মজিবুর রহমান সরোয়ার (যুগ্ম মহাসচিব) উপদেষ্টা

৫. এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল (যুগ্ম মহাসচিব) উপদেষ্টা

৬. হারুন অর রশিদ (যুগ্ম মহাসচিব) উপদেষ্টা

Advertisement

৭. লায়ন আসলাম চৌধুরী এফসিএ (যুগ্ম মহাসচিব) উপদেষ্টা

৮. রুহুল কুদ্দুস তালুকদার দুলূ (সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ) উপদেষ্টা

৯. ডা: সাখাওয়াত হাসান জীবন (সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ) উপদেষ্টা

১০. বেবী নাজনীন (সহ-আন্তর্জাতিক সম্পাদক) উপদেষ্টা

১১. ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী পাহিন (সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক) উপদেষ্টা

Advertisement

১২. এডভোকেট আব্দুস সালাম আজাদ (সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ) যুগ্ম মহাসচিব

১৩. সৈয়দ এমরান সালেহ প্রিন্স (সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগ) যুগ্ম মহাসচিব

১৪. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (প্রচার সম্পাদক) যুগ্ম মহাসচিব

১৫. কাজী সাইয়েদুল আলম বাবুল (সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ) সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ)

১৬. এডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক (সহ-সাংগঠনিক সম্পপাদক, রাজশাহী বিভাগ) সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ)

Advertisement

১৭. আলহাজ্ব জি কে গউছ (সমবায়বিষয়ক সম্পাদক) সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)

১৮. শরিফুল আলম (সহ-সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগ) সাংগঠনিক সম্পাদক-ময়মনসিংহ বিভাগ)

১৯. সুলতান সালাউদ্দিন টুকু (সভাপতি, জাতীয়তাবাদী যুবদল) প্রচার সম্পাদক

২০. প্রফেসর ড. মোর্শেদ হাসান খান (সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক) গণশিক্ষা সম্পাদক

২১. কৃষিবিদ শামীমুর রহমান শামীম (সহ-প্রচার সম্পাদক) সম্পাদক, গবেষণা বিষয়ক

Advertisement

২২. আমিরুল ইসলাম খান আলীম (সহ-প্রচার সম্পাদক) সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ)

২৩. নজরুল ইসলাম আজাদ (সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ)

২৪. অধ্যাপক আমিনুল ইসলাম (সদস্য, জা. নি. ক সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ)

২৫. ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন (সদস্য, জা. নি. ক সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ)

২৬. আবু ওয়াহাব আকন্দ সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ)

Advertisement

২৭. মিফতাহ সিদ্দিকী সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)

২৮. নাহিদ খান (সভাপতি, জর্জিয়া বিএনপি, ইউএসএ) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

২৯. ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

৩০. এস এম সাইফ আলী সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক

৩১. জালাল উদ্দিন মজুমদার (সহ-সাংগঠনিক সম্পাদক, চট্ট্রগাম বিভাগ) বর্তমান পদ হতে সদস্য জাতীয় নির্বাহী কমিটি

Advertisement

৩২. সৈয়দ জাহাঙ্গীর আলম (সহ-সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ) বর্তমান পদ হতে সদস্য জাতীয় নির্বাহী কমিটি

৩৩. সায়েদুল হক সাঈদ (সহ-সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা বিভাগ) বর্তমান পদ হতে সদস্য জাতীয় নির্বাহী কমিটি

৩৪. কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক (সহ-কৃষি বিষয়ক সম্পাদক) বর্তমান পদ হতে সদস্য জাতীয় নির্বাহী কমিটি

৩৫. ইঞ্জিনিয়ার এস এম গালিব (সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক) বর্তমান পদ হতে সদস্য জাতীয় নির্বাহী কমিটি

৩৬. কয়সর এম আহমেদ (সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি) সদস্য, জাতীয় নির্বাহী কমিটি

Advertisement

৩৭. মহিউদ্দিন আহমেদ ঝিন্টু (সুইডেন) সদস্য, জাতীয় নির্বাহী কমিটি

৩৮. গাজী মনির (ডেনমার্ক) সদস্য, জাতীয় নির্বাহী কমিটি

৩৯. রাশেদ ইকবাল খান (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ছাত্রদল) সদস্য, জাতীয় নির্বাহী কমিটি

প্রসঙ্গত উল্লেখ্য, গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদটি দলের ভাইস চেয়ারম্যান পদমর্যাদার।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version