অপরাধ

বন কর্মকর্তা হত্যা : প্রধান আসামি গ্রেপ্তার

বন কর্মকর্তা  হত্যা : প্রধান আসামি  গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল (৩০) হত্যা মামলার প্রধান আসামি বাপ্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ এপ্রিল) ভোররাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মো. রাসেল জানান,  বন কর্মকর্তা সাজ্জাদ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাকে সোমবার সন্ধ্যা নাগাদ কক্সবাজার নিয়ে আসা হবে। মামলা সূত্রে জানা যায়, ৩১ মার্চ গভীর রাতে উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড় কেটে ডাম্প ট্রাকে করে মাটি পাচার করার খবর পেয়ে মোটরসাইকেলে করে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় পাহাড় কেটে মাটি পাচার কাজে ব্যবহৃত একটি ডাম্পার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তার সঙ্গে থাকা বনরক্ষী মোহাম্মদ আলী (২৭) আহত হন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রসঙ্গত, এ ঘটনায় সোমবার (১ এপ্রিল) বিকেলে বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বন | কর্মকর্তা | | হত্যা | | প্রধান | আসামি | | গ্রেপ্তার