সিলেটে র্যাব-৯ এর অভিযানে নাইন এমএম পিস্তল, নয় রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও কিছু ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়েছে। এগুলো কোনো থানা বা ফাড়ি থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল।
র্যাব জানায়, শুক্রবার দুপুরে নগরীর মিরাবাজারের আগপাড়া এলাকার রাজিব নামের এক ব্যক্তির বাসা থেকে এই পিস্তলটি উদ্ধার করা হয়। এটি কোনো থানা বা ফাড়ি থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে। তবে অভিযানকালে রাজিবকে পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাব।
এএম/