রাজনীতি

বিএনপি নেতাকর্মীদের বাড়িতে শোকের মাতম চলছে : রিজভী

বিএনপি নেতাকর্মীদের বাড়িতে শোকের মাতম চলছে : রিজভী
সরকারের নির্যাতনে দলের নেতাকর্মীদের বাড়িতে ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে। বললেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১০ এপ্রিল) রাজধানীর কাফরুল থানা বিএনপি আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের গুম,খুন,জুলুম নির্যাতনে বিএনপির নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের ঈদ আনন্দ আজ বিবর্ণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন,  দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে ১৭ বছর ধরে। সবকিছু উপেক্ষা করে দলীয় কর্মসূচি পালন করছেন দলের নেতা-কর্মীরা। দুঃসময় পার করছেন বিএনপি নেতা-কর্মীরা। তিনি বলেন, আর একদিন পর ঈদ। অথচ বাংলাদেশের ঘরে ঘরে ঈদের কোনো আনন্দ নেই। সরকারের সীমাহীন লুটপাট আর দুঃশাসনে পড়ে মানুষের অবস্থা খুবই নাজুক। এ রমজানে দেখেছেন নিত্যপণ্যের দাম কীভাবে লাগামহীন ছিল। মানুষ এখন আলু কিনতে পারে না, লেবু কিনতে পারে না, চিনি কিনতে পারে না, সেমাই কিনতে পারে না। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারে না। আর ক্ষমতাসীন দলের লোকেরা আছে মহা ধুমধামে। কারণ, তাদের হাতে আছে লুটের অবৈধ টাকা। রিজভী বলেন, আজকে সিরাজউদ্দৌলার নীতির পক্ষে আছে জনগণ। আর জনগণের পক্ষে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে মীর জাফরের পক্ষে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাহেবরা। আর লর্ড ক্লাইভের ভূমিকা পালন করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীরা। প্রসঙ্গত, এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিুল হক, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন,আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি | নেতাকর্মীদের | বাড়িতে | শোকের | মাতম | চলছে | | রিজভী