রাজনীতি

খালেদা জিয়ার বাসায় বিএনপির শীর্ষ নেতারা

খালেদা জিয়ার বাসায়  বিএনপির শীর্ষ নেতারা
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে গিয়েছেন বিএনপির  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খানসহ দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা। বৃহস্পতিবার (১১ এপ্রিল)  রাত ৮ টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন  ফিরোজায় প্রবেশ করেন দলটির শীর্ষ নেতারা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়া অসুস্থ, বন্দি অবস্থায় আছেন। আজকের সাক্ষাৎ পুরোপুরি সৌজন্যমূলক একটি সাক্ষাৎ ছিল। এখানে আমরা কোনো রাজনেতিক আলোচনা হয়নি। ফখরুল আরও বলেন, তবে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন। তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। এখনো তিনি রাজনৈতিক কারণেই বন্দি হয়ে আছেন। আমরা যেটা মনে করি, আমরা যেটা সবসময় বলে আসছি তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত। খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার,নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি অলি আহমেদ। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ আরও কয়েকজন সিনিয়র নেতা খালেদা জিয়ার বাসভবনে সাক্ষাৎ করতে গিয়েছিলেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদা | জিয়ার | বাসায় | | বিএনপির | শীর্ষ | নেতারা