Connect with us

আন্তর্জাতিক

পাকিস্তানের পর শ্রীলঙ্কা গেলেন ইরানের প্রেসিডেন্ট

Published

on

ইরানের-প্রেসিডেন্ট-ইব্রাহিম-রাইসি

তিনদিনের পাকিস্তান সফর শেষে শ্রীলঙ্কায় পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বুধবার (২৪ এপ্রিল) করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহনকারী বিমানটি শ্রীলংকার মাত্তালা বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করেছে। খবর এপি

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের আমন্ত্রণে একদিনের সফরে দেশটির রাজধানী কলম্বো গেলেন রাইসি। এই সফরে রনিল বিক্রমাসিংহে ইরানের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে দুটি বাঁধ ও একটি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করবেন। প্রায় ৫৩ কোটি ডলারের প্রকল্পটি ইরানি বিশেষজ্ঞরা নির্মাণ করেছেন।

এর আগে গেলো সোমবার (২২ এপ্রিল) পাকিস্তানে আসেন ইরানের প্রেসিডেন্ট। গত ৮ এপ্রিল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর প্রথম বিদেশি সরকার বা রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি ইসলামাবাদ সফর করেন।

এ সময় দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ ছাড়া দুই দেশের মধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক নথিতে স্বাক্ষর করেন রাইসি।

আন্তর্জাতিক

ইসরাইলে মুহুর্মুহু রকেট হামলা হামাসের  

Published

on

ফাইল চছবি

ইসরাইলের বাণিজ্যিক নগরী তেল আবিবসহ মধ্যাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চল লক্ষ করে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে হামাস ।

রোববার (২৬ মে) এ হামলা চালানো হয়। খবর- জেরুজালেম পোস্ট 

রকেট ছোড়ার পর তেল আবিব, পেটাহ তিকবা, হার্জলিয়া এবং রামাত হাসারোনে বিকট শব্দ শোনা যায়। এসব রকেট ছোড়া হয়েছে গাজার দক্ষিণের অঞ্চল রাফা থেকে।

গেলো ছয় মাসের মধ্যে আজই প্রথমবারের মতো মধ্যাঞ্চলে রকেট ছুড়েছে হামাস।

এনএস/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

গেমিং জোন অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৩২, বেশির ভাগই শনাক্ত করা যাচ্ছে না

Published

on

ভারতের গুজরাতের রাজকোটে গেমিং জোন অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। বেশির ভাগ দেহ এমন ভাবে ঝলসে গেছে যে তাদের শনাক্ত করা যাচ্ছে না।

শনিবার (২৫ মে) রাতে এই ঘটনায় গ্রেপ্তারে করা হয়েছে টিআরপি গেম জোনের মালিক যুবরাজ সিংহ সোলাঙ্কি, ম্যানেজার নিতিন জৈন-সহ তিন জনকে। শীর্ষ আইপিএস আধিকারিক সুবাষ ত্রিবেদীর নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন (সিট) করা হয়েছে।

রাজকোটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (এসিপি) বিনায়ক পটেল জানান, “দেহগুলি এমন ভাবে ঝলসে গেছে যে, শনাক্ত করা যাচ্ছে না। ডিএনএর নমুনা সংগ্রহ করা হচ্ছে দেহগুলি শনাক্তকরণের জন্য। তিন জন এই ঘটনায় আহত হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল।”

রোববার (২৬ মে) ভোরেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। সেখান থেকে তিনি আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালেও যান। ঘটনাস্থলে এসেছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভিও। তিনি জানান, এখনও এক জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আরও উদ্ধারকারী দলকে কাজে লাগানো হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলও ঘটনাস্থলে যাবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানান, আহতদের চিকিৎসার জন্য রাজকোট এমসে ৩০টি আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। শুধু তা নয়, এমস কর্তৃপক্ষকে সব রকম সহযোগিতার জন্য নির্দেশও দেয়া হয়েছে।

Advertisement

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

মধ্যরাতে শিশু হাসপাতালে আগুন, ৭ নবজাতকের মৃত্যু

Published

on

ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালে আগুন লাগার ঘটনায় দগ্ধ হয়ে সাত জন সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের আটটি উনিট বেশ কিছু ক্ষণের চেষ্টায় হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২৫ মে) পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার আগুন লাগার এই ঘটনা ঘটে। চিকিৎসা চলাকালীন সময় ছয়জনের মৃত্যু হয়। রোববার (২৬ মে) সকালে মৃত্যু হয়েছে আরও একজনের। আহত অবস্থায় আরও কয়েক জনের চিকিৎসা চলছে ওই হাসপাতালেই।

জানা যায়, দমকল ওই হাসপাতাল থেকে ১২ জন শিশুকে উদ্ধার করে। রাতেই মৃত্যু হয় ছয়জনের। এক জনকে ভেন্টিলেশন সাপোর্টে রেখেছিলেন চিকিৎসকেরা। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রোববার সকালে তারও মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাতে হাসপাতালে অনেক সদ্যোজাত শিশু চিকিৎসাধীন ছিল। দমকলকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে। শিশুদের অভিভাবকেরা আগুনের আতঙ্কে দিশাহারা হয়ে পড়েন। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাদেরও।

কেএস/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version