খেলাধুলা

পিএসজি ছাড়ার ঘোষণা দিয়ে যা বললেন এমবাপ্পে

পিএসজি ছাড়ার ঘোষণা দিয়ে যা বললেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়বেন এটা নিশ্চিত ছিল বললেই চলে। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। সেই ঘোষণা দিয়ে দিয়েছেন ফরাসি তারকা। আগামী রোববার পার্ক ডু প্রিন্সেসে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। সেখানে ফরাসি সেনসেশন আরও জানান, এই মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তিনি। যাওয়ার আগে পিএসজিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতানোর লক্ষ্য ছিল তার। কিন্তু সেমিফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে স্বপ্ন ভেঙে গেছে। এমবাপ্পে গেলো কয়েক মৌসুম ধরেই রিয়াল মাদ্রিদে যাবেন, যাচ্ছেন করলেও থেকে গেছেন পিএসজিতে। ভিডিও বার্তায় অবশ্য রিয়ালে যাওয়ার তেমন কোনো ইঙ্গিত দেননি। কোথায় যাবেন সেটাও জানাননি। তিনি বলেন, ‘পিএসজিতে এটাই আমার শেষ বছর। চুক্তি আর নবায়ন করছি না। কয়েক সপ্তাহের মধ্যে অ্যাডভেঞ্চার শেষ হবে। রোববার পার্ক ডু প্রিন্সেসে আমি শেষ ম্যাচ খেলতে নামব।’ এই মৌসুমে পিএসজি লিগ ওয়ান জিতেছে। গেলো ১২ মৌসুমে এটা তাদের দশম শিরোপা। রোববার তুঁলুজের বিপক্ষে খেলা। প্রান্তসীমায় আসা মৌসুমে লিগে প্যারিসের শেষ হোম ম্যাচ এটা। আর সেখানেই বিদায় বলতে চান এমবাপ্পে। ট্রফি হাতে সুন্দরভাবে বিদায় নিতে চান তিনি। গেলো ফেব্রুয়ারিতে এমবাপ্পে ব্যক্তিগতভাবে জানান, তিনি আর থাকছেন না পিএসজির সঙ্গে। চুক্তির মেয়াদও শেষ এ মৌসুমে। ২৫ বছর বয়সী এই ফুটবলার এখনও রহস্য রেখে দিয়েছেন নিজের ভবিষ্যত নিয়ে। কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন পিএসজি | ছাড়ার | ঘোষণা | দিয়ে | এমবাপ্পে