ক্রিকেট

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ
২০২৪ সালে ঘরের মাঠে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। মে থেকে ডিসেম্বর পর্যন্ত এ তিন দেশের সঙ্গে খেলেবে ক্যারিবীয়রা। এই তিন সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিন আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষেই তাদের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেখা যাবে। শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ভাগে ৬টি টি-টোয়েন্টি খেলবে তারা। মাঝে দুটি টেস্ট রয়েছে দক্ষিন আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের। এরপর অক্টোবর নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আর নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবীয়রা। ২২ নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৭ ও ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ রাখা হয়েছে সেন্ট ভিনসেন্টে।   বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি- প্রথম টেস্ট, ২২-২৬ নভেম্বর, অ্যান্টিগা দ্বিতীয় টেস্ট, ৩০-৪ ডিসেম্বর, জ্যামাইকা প্রথম ওয়ানডে, ৮ ডিসেম্বর, সেন্ট কিটস দ্বিতীয় ওয়ানডে, ১০ ডিসেম্বর, সেন্ট কিটস তৃতীয় ওয়ানডে, ১২ ডিসেম্বর, সেন্ট কিটস প্রথম টি-টোয়েন্টি, ১৫ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট দ্বিতীয় টি-টোয়েন্টি, ১৭ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট তৃতীয় টি-টোয়েন্টি, ১৯ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশওয়েস্ট | ইন্ডিজ | সফরের | সূচি | প্রকাশ