Connect with us

বাংলাদেশ

জাসদ-গণবাহিনী বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছিলো : কামরুল

Published

on

জাসদ যদিও আমাদের সাথে, আমি পরিস্কার বলতে চাই, স্বাধীনতার বিরোধী শক্তি, জাসদ ও গণবাহিনী সবাই একীভূত হয়ে বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছে। বললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম।

আজ শনিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের পরে ৭৫ পর্যন্ত মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে আমাদের মোকাবিলা করতে হয়েছে। সাথে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আমাদের কিছু বিপথগামী মুক্তিযোদ্ধা ছিলো যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তাদেরও মোকাবিলা করতে হয়েছে।

তিনি বলেন , বিএনপি একটি পাঁচমিশালি দল। রাজধানী থেকে তাদের বিদায় করতে হবে। দেশে শান্তি ফিরিয়ে আনতে অপশক্তিকে বিতারিত করতে হবে। এমন কোনো কাজ নেই, তারা করেনি। গণবাহিনী ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একীভূতভাবে বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছে। জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছে। আমরা সাক্ষী তখনকার দিনের, আমরা দেখেছি।

শেখ কামালের সঙ্গে নানা ঘটনার স্মৃতিচারণ করে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, শেখ কামাল একজন নিরহঙ্কারী লোক ছিলেন। বঙ্গবন্ধুর পুত্র হিসেবে তার কোনো অহমিকা ছিলো না। আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা তিনি। ক্লাবটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফুটবল জগতে একটি বিস্ময় দেখিয়েছেন তিনি। আবার সাংস্কৃতিক জগতেও নানা কাজ করেছেন। অথচ তার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন অনেকেই।

Advertisement

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমির সভাপতি শেখ ইকবাল খোকন। এতে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা কামাল চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের খান প্রমুখ।

জাতীয়

রেমালের কারণে শাহজালালে ২৪ ফ্লাইটের ওঠানামা ব্যাহত

Published

on

ঘূর্ণিঝড়ের রেমালের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছে।

সোমবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে শাহজালালে ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুটি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে।

এছাড়া তিনটি ফ্লাইট ডাইভার্ট হয়েছে ও তিনটি রিটার্ন এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দমকা হাওয়াসহ ব্যাপক ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে দেশের উপকূল অঞ্চলে।

Advertisement

এর আগে রোববার (২৬ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, নভোএয়ার এবং এয়ার অ্যাস্ট্রা ঘূর্ণিঝড় রেমালের কারণে কক্সবাজার রুটের সব ফ্লাইট বাতিল করে জানিয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ফ্লাইট।

এছাড়া ২৬ মে কলকাতাগামী বিজি-৩৯৫ ও ২৭ মে কলকাতাগামী বিজি-৩৯১ ফ্লাইটও বাতিল করা হয়।

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ এখন স্থল গভীর নিম্নচাপে পরিণত

Published

on

সংগৃহীত ছবি

দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এক সময়ের প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’। বর্তমানে এটি যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সোমবার (২৭ মে) সকাল পৌনে ১১টায় আবহাওয়ার ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কয়রা, খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ (দশ) নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ০৩ (তিন) দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ (নয়) নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ০৩ (তিন) স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

কিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে ৎমঙ্গলবার (২৮ মে) সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Advertisement

এর আগে, আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, অবিরাম বৃষ্টি ঝরিয়ে সোমবার সকালে দূর্বল হবে ঘূর্ণিঝড় রেমাল। তবে এর প্রভাবে রোববার রাত থেকে দেশের বেশিরভাগ এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। সোমবার(২৭ মে) সারা দেশেই বৃষ্টি হবে। এমনকি মঙ্গলবারও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে তিনি প্রেস ব্রিফিংয়ে জানান।

এদিকে, প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিণ্ন জেলায় দমকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে।  এ বৃষ্টিপাত সোমবার সারাদিন থাকতে পারে। এছাড়া, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন উপকূলীয় স্থান থেকে ঝোড়ো বাতাস ও বর্ষণের খবর পাওয়া যাচ্ছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বাতাসের গতি রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় ঘণ্টায় ১১১ কিলোমিটার। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ১২৫ মিলিমিটার রেকর্ড করা হয় কক্সবাজারের কুতুবদিয়ায়।

এমআর//

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আইন-বিচার

জেলেই থাকতে হবে ডেসটিনির রফিকুল আমিনকে

Published

on

ডেসটিনি ২০০০ লিমিটেডের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা মানিলন্ডারিং আইনের মামলায় কোম্পানির এমডি রফিকুল আমিনকে জামিন দেননি আপিল বিভাগ।

সোমবার (২৭ মে) জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ রফিকুল আমিনকে জামিন না দিয়ে মামলাটি শুনানির জন্য ৬ মাস স্ট্যান্ড ওভার রাখেন। ফলে জেলেই থাকতে হচ্ছে রফিকুল আমিনকে।

এর আগে মানিলন্ডারিং আইনের এক মামলায় ১২ বছরের সাজা পাওয়া কোম্পানির এমডি রফিকুল আমিনকে ১ বছরের জন্য জামিন দেন হাইকোর্ট। তবে আরও মামলা বিচারাধীন থাকায় তিনি তখনও কারামুক্তি পাননি।

উল্লেখ্য, ২০১৪ সালের ৪ মে দুই মামলায় চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটে কো-অপারেটিভ সোসাইটির মামলায় আসামি ৪৬ জন এবং ট্রি প্ল্যানটেশন মামলায় আসামি ১৯ জন। ডেসটিনির এমডি রফিকুল আমিনসহ ১৪ জনের নাম দুই মামলায় থাকায় মোট আসামি ৫১ জন। যাদের মধ্যে রফিকুল আমীন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম গত দশ বছর ধরে কারাগারে আছেন। জামিনে আছেন আসামি লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, জেসমিন আক্তার (মিলন), জিয়াউল হক মোল্লা ও সাইফুল ইসলাম রুবেল। বাকি ৪৪ জন এখনও পলাতক রয়েছেন।

মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে ১ হাজার ৯০১ কোটি টাকা। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়। ওই অর্থ আত্মসাতের ফলে সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েন বলে মামলাতে অভিযোগ করা হয়।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version