ক্যাম্পাস

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা
ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামীকাল বিকেল ৩টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করার ঘোষণা দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন। নাহিদ বলেন,  শিক্ষার্থীদের ওপর হামলা হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা বাতিলের এক দফা দাবিতে সারা দেশে আগামীকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপরও যদি কোটা বাতিল করা না হয় তাহলে সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি দাবি করেন,  পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে তাদের ওপর হামলা চালানো হয়েছে।  প্রক্টর থাকার পরও বহিরাগতরা কীভাবে হামলা করে? সরকার সহিংসভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে বলেও দাবি তাঁর। তিনি বলেন, এই হামলার সঙ্গে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের যে সব কর্মী এবং হলের নেতারা জড়িত তাদের প্রতিহত করা হবে। তাদের হলে ঢুকতে দেয়া হবে না। ইতোমধ্যে অমর একুশে, শহীদুল্লাহ ও এফ এইচ হলে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন।  আজকের হামলায় জড়িতদের হলে ঢুকতে দেবেন না আন্দোলনকারীরা। এসময়ে কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাঁরা এর তীব্র নিন্দা জানান। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কোটা | আন্দোলনকারীদের | নতুন | কর্মসূচি | ঘোষণা