ক্যাম্পাস

কোটার যৌক্তিক সংস্কারকে ছাত্রলীগ সমর্থন করে : সাদ্দাম

কোটার যৌক্তিক সংস্কারকে ছাত্রলীগ সমর্থন করে : সাদ্দাম
বাংলাদেশ ছাত্রলীগ যেমন শিক্ষার্থীদের দাবির সঙ্গে সুরে সুর মিলিয়ে  কোটা ইস্যুর যৌক্তিক সংস্কারের চেয়েছে। একই সঙ্গে ছাত্রলীগ গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত ছিল। আন্দোলনের নামে শিক্ষার্থীদের গিনিপিগ বানানো হয়েছে, তাদের কাজে লাগিয়ে একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সমাবেশে এ কথা বলেন সাদ্দাম। ছাত্রলীগ সভাপতি বলেন,  কোন প্রক্রিয়ায় সোমবারের ঘটনার সূত্রপাত হয়েছে জানতে হবে। যারা আক্রান্ত হয়েছে উল্টো তাদের হামলাকারী বানানো হয়েছে। কিন্তু কোটা সংস্কারের আন্দোলনকারীরাই প্রথমে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তিনি বলেন, যারা কোটা আন্দোলন করেছে তার বলেছে যদি ১৮ সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয় তবে তারা সরে আসবে। প্রজ্ঞাপণ পুনর্বহাল হয়েছে তারা কি সরে এসছে? যখন প্রজ্ঞাপন পুনর্বহাল হলো তখন তারা কমিশন কমিশন নাটক শুরু হলো। তারা জরুরি ভিত্তিতে হাস্যকর সংসদ বসাতে বলে। তিনি আরও বলেন,  বর্তমান পরিস্থিতিতে কোটা সংস্কার আন্দোলনে আর কোনো সাধারণ শিক্ষার্থী নেই। কোটা ইস্যুভিত্তিত আন্দোলনকারী নেই। এখন যারা রয়েছেন, তারা রাজাকারদের প্রেতাত্মা। এরা কোটা সমস্যার সমাধান চায় না। শিক্ষার্থীদের বিভ্রান্ত করে রাজাকারের রাজনীতি পুনর্বাসন করতে চায়। এসময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে শান্তিপূর্ণভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কোটার | যৌক্তিক | সংস্কারকে | ছাত্রলীগ | সমর্থন | করে | | সাদ্দাম