জাতীয়

মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযান

মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযান
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে একটি দল অফিসে প্রবেশ করে। এসময় তিনি গণমাধ্যমকর্মীদের জানান, জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বাসে আগুন দেওয়ার পর অভিযান পরিচালনা করা হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রায় ১০০টি ক্রুড বোমা, পাঁচ শতাধিক লাঠি ও পাঁচ থেকে ছয় বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান। ডিএমপি’র ডিবিপ্রধান আরও বলেন, অভিযানের সময় যুবদলের সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির ডিবিপ্রধান  বলেন, 'একটি মহল চলমান কোটা আন্দোলনকে ভিন্ন পথে মোড় দেওয়ার চেষ্টা করছে, আর্থিক সহায়তা, লাঠি ও অস্ত্র দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। আমাদের কাছে দায়ীদের নাম ও নম্বর রয়েছে এবং আমরা শিগগিরই তাদের গ্রেপ্তার করব।' এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন মধ্যরাতে | বিএনপির | কেন্দ্রীয় | কার্যালয়ে | ডিবি | পুলিশের | অভিযান