ক্রিকেট

বাংলাদেশের বিদায়, ফাইনালে ভারত

বাংলাদেশের বিদায়, ফাইনালে ভারত
সেমিফাইনালে ভারতের কাছে একেবারেই পাত্তা পেল না বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কার ডাম্বুলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। যদিও ব্যাট করতে নেমে একেবারেই সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ। পুরো ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে বাংলাদেশ। আর সেই লক্ষ্যমাত্রা পেরোতে বিনা উইকেটে ম্যাচটি জিতে নেয় ভারত। ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার ব্যাটে ভর করে ১০ উইকেটে ম্যাচ জিতলো দলটি। ১১তম ওভারের শেষ ৩ বলে ৩ টি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেন মান্ধানা। আর এই তিন চারের দ্বিতীয়টিতে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে নেন এই ওপেনার। মান্ধানা অপরাজিত ছিলেন ৩৯ বলে ৫৫ রানে। অন্যদিকে শেফালি ২৮ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন। এর আগে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। দিলারা আক্তার ফিরে যান ৬ রান করে। রেনুকা সিংয়ের পরের ওভারে আরও এক উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্রমাগত উইকেট হারিয়ে গেছে তারা। কেবলমাত্র একপাশ আগলে ছিলেন জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। তার ব্যাটে আসে ৫১ বলে ৩২ রান। আরেক ব্যাটার স্বর্ণা আক্তারের ব্যাটে আসে ১৮ বলে ১৯ রান। ভারতীয় বোলারদের পক্ষে রেনুকা সিং ও রাধা যাদব উভয়ই ৩ টি করে উইকেট নিয়েছেন। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | বিদায় | ফাইনালে | ভারত