আর্কাইভ থেকে বাংলাদেশ

কেরানীগঞ্জে হেফাজত কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

কেরানীগঞ্জে হেফাজত কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

হেফাজত ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে হেফাজত নেতাকর্মীরা ঢাকার কেরানীগঞ্জের মান্দাইল এলাকায় বিক্ষোভ করতে গেলে পুলিশের বাধার সম্মুখিন। এসময় তাদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

আজ সোমবার  (১৯ এপ্রিল) দুপুরে মান্দাইল জামিয়া উলুম মাদ্রাসার সামনে এঘটনা ঘটে।  এসময় হেফাজত নেতা-কর্মীদের নিক্ষেপ করা ইটের আঘাতে কেরানীগঞ্জ মডেল থানার এএসআই বোরহান, এএসআই বদরুল, এএসআই নাজমুল সহ চারজন আহত হয়। ঘটনাস্থল থেকে মামুন (২৯) নামে এক হেফাজতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যেক্ষদর্শীরা ও আহত ব্যক্তি জানায়, জোহরের নামাযের পর মান্দাইল মাদ্রাসার ভেতর থেকে কয়েশ হেফাজত কর্মী মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে আসে। এসময় তারা মামুনুল হকের মুক্তি দাবি করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। হেফাজত কর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের তিন সদস্যৃ আহত হয়েছেন। এ ঘটনার পর কেরানীগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলেও জানান শাহাবদ্দিন কবীর।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন কেরানীগঞ্জে | হেফাজত | কর্মী | ও | পুলিশের | মধ্যে | ধাওয়াপাল্টা | ধাওয়া