জাতীয়

আজ থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল

বায়ান্ন প্রতিবেদন

নগরবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে চলবে মেট্রোরেল। বিকেল সাড়ে ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত যাত্রীসেবা পরিচালনা করবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পাশাপাশি মেরামত কাজ শেষে আজ থেকে সচল হয়েছে কাজীপাড়া মেট্রোস্টেশন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যাবস্থাপনা পরিচালক আব্দুর রউফ।

তিনি জানিয়েছেন, প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি ১২ মিনিট পর পর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন।

আব্দুর রউফ জানিয়েছেনকাজীপাড়া স্টেশন চালুর জন্য ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কিছু যন্ত্রপাতি পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। কিছু জিনিস ও যন্ত্রাংশ মিরপুর-১০ স্টেশন, ডিএমটিসিএল ল্যাব, প্রশিক্ষণ ও প্রদর্শনী কেন্দ্র থেকে এনে লাগানো হয়েছে। ক্ষতি নির্ধারণের কাজ শেষের পর দরপত্রে গেলে জানা যাবে, কত টাকার ক্ষতি হয়েছে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন মেট্রোরেল | শুক্রবার