আর্কাইভ থেকে শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচক আবারও ৬ হাজার পয়েন্ট ছাড়ালো

পুঁজিবাজারে সূচক আবারও ৬ হাজার পয়েন্ট ছাড়ালো

পুঁজিবাজারে বুধবার (২ জুন) সূচক ওঠা-নামার পর দিন শেষে তা আবারও ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে।  আগের দিনের চেয়েও লেনদেন বেড়েছে।

মঙ্গলবার, ১ জুনের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২ পয়েন্ট হয়।  এর আগে গত ৩০ মে সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করলেও তা পরের দিনই নেমে যায়। আজ আবারও সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করলো। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্ট হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ২ হাজার ২৮৫ কোটি ২২ লাখ টাকা। এর আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯০৩ কোটি ৫২ লাখ টাকা । ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৭ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬৪ টির, কমেছে ১৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টি শেয়ার দাম।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৪৯ পয়েন্টে, সিএসই ৫০ সূচক দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯১ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫১৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ৩০০ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪২ টির, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির শেয়ার দাম। সিএসইতে লেনদেন হয়েছে ৬১ কোটি ৩৫ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন পুঁজিবাজারে | সূচক | আবারও | ৬ | হাজার | পয়েন্ট | ছাড়ালো